ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম | madina786.com

 

ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম

সংক্ষিপ্ত ভাবে ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম নিয়ে আলোচনা করব,আপনারা ভালোভাবে এটি পড়লে ঈদের মাঠে কোন অসুবিধা হবে না ।

ঈদের দিন ইমামের পেছনে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে মনে মনে এই নিয়ত করতে হবে যে, আমি অতিরিক্ত ছয় তাকবিরসহ এই ইমামের পেছনে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি। এরপর উভয় হাত কান বরাবর উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে।

হাত বাঁধার পর সানা অর্থাৎ “সুব্‌হানাকা আল্লাহুমা ওয়াবিহামদিকা ওয়াতাবারা কাসমুকা ওয়াতা’লা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক” পড়তে হবে।

এরপর আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে।

দ্বিতীয়বারও একই নিয়মে তাকবির বলে হাত ছেড়ে দিতে হবে।

ইমাম সাহেব তৃতীয়বার তাকবির বলে হাত বেঁধে আউজুবিল্লাহ ও বিসমিল্লাহসহ সুরা ফাতিহা পড়বেন এবং সঙ্গে অন্য যে কোনো সুরা তিলাওয়াত করবেন।

এ সময় মুক্তাদিরা নীরবে দাঁড়িয়ে থাকবেন। এর পর ইমাম সাহেব নিয়ম মতো রুকু-সিজদা সেরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। মুক্তাদিরা ইমাম সাহেবকে অনুসরণ করবেন।

দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব প্রথমে সুরা ফাতিহা পাঠ করবেন এবং সঙ্গে অন্য সুরা পড়বেন এরপর আগের মতো তিন বার তাকবির বলতে হবে।

প্রতি তাকবিরের সময়ই উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবির বলে হাত না উঠিয়েই রুকুতে চলে যেতে হবে। এরপর অন্যান্য নামাজের নিয়মেই নামাজ শেষ করে সালাম ফেরাতে হবে।

পোষ্টটি শিয়ার করতে ভুলবেন না

Spread the love

Leave a Comment