কারবালার করুন গজল/কবিতা

কারবালার করুন গজল/কবিতা লিরিক্স

আব্দুল আজিজ কাদেরী

কারবালার জমিন হল রঙ্গিন,
রক্তে হল লাল,
পিপাসায় কাতর আহলে বাইত,
পাইনা একটু জল।

১০ ই মহরম কারবালায়,
কি ঘটিল ঘটনা,
কলিজা ফেটে যায় করিতে সেই বর্ণণা ।
কেন এত জুলুম করলি তোরা তাদের কি ছিল ভুল বল – ঐ

আলি আসগার আলি আকবার পানি পানি করে যায়,
সাকিনা কেন্দে কেন্দে ওগো হোসাইনকে জানায় ।
কেন এত কষ্ট দিলি তারাদের বলরে ইজিদের দল- ঐ

মহররমের ওই চাঁদ যখন,
আকাশে উঠে যায়,
কারবালার কথা তখন বেশি মনে পড়ে যায় ।
দুচোখ দিয়ে শুধু ঝরে চোখের নোনা জল -ঐ

গজলটি শুনুন এবং সুরটা শিখে নিন

Spread the love

Leave a Comment