কারো মৃত্যুতে প্রতিবছর শোক পালন করার হুকুম কি?

প্রশ্নঃ কারো মৃত্যুতে প্রতিবছর একই দিনে শোকদিবস পালন করা কি জায়েজ?❓

উত্তরঃ না, এটা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“لاَ يَحِلُّ لِامْرَأَةٍ مُسْلِمَةٍ تُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ إِلاَّ عَلٰى زَوْجِهَا أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا”.

আল্লাহ ও পরোকালে বিশ্বাসী কোনো মুসলিম নারীর জন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশী শোক পালন করা হালাল নয়। তবে স্বামীর মুত্যুতে চার মাস দশ দিন শোক পালন করবে। [সহিহ বুখারী ৫৩৩৯]

অতএব ইসলামের বিধান হলো কেউই তিন দিনের অতিরিক্ত শোক পালন করবে না। শুধু মহিলারা স্বামী মারা গেলে চার মাস দশ দিন অথবা গর্ভে সন্তান থাকলে তা প্রসব হওয়া পর্যন্ত শোক পালন করবেন।

তবে মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব, কবর জিয়ারত, তার জন্য দোয়ার মাজলিশ করা বৈধ । শোক পালন করা যাবে না ।

Spread the love

Leave a Comment