কুরবানী কার উপর ওয়াজিব ?

প্রশ্নঃ- কুরবানী কার উপর ওয়াজিব এবং  কর্জ বা ঋণ থাকলে কি কুরবানী ওয়াজীব হবে ?

উত্তরঃ- মালিকে নেসাব ব্যাক্তির উপর কুরবানী ওয়াজিব । যদি কারো কর্জ বা ঋণ থাকে আর তা পরিষধ করার পর যদি নেসাব বাকি না থাকে তা হলে কুরবানী ওয়াজিব হবে না ।

”প্রত্যেক বালিগ, স্থায়ী বাসিন্দা ও মুসলমান নারী ও পুরুষ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কুরবানী ওয়াজিব”। (আলমগিরী, ৫ম খন্ড, ২৯২ পৃষ্ঠা)

নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, ঐ ব্যক্তি যার নিকট সাড়ে ৫২ তোলা রূপা অথবা তার সমপরিমান সম্পদের মূল্য অথবা সাড়ে ৭ তোলা সোনা অথবা তার সমপরিমান সম্পদের মূল্য আজে তার উপর কুরবানী ওজিব হবে।

দৈনিক ব্যবহৃত প্রয়ােজনীয় জিনিস নেসাব এর ক্ষেত্রে ধরা যাবেনা । ফোকাহায়ে কেরাম বলেন: মৌলিক প্রয়োজন ( জীবনের প্রয়োজনীয়তা) থেকে ঐ জিনিস উদ্দেশ্য যেগুলোর সাধারণ ভাবে মানুষের প্রয়োজন হয় যেমন- থাকার ঘর, পরিধানের কাপড়, বাহন, ইলমে দ্বীনের কিতাবসমূহ ইত্যাদি। (আল হিদায়া, ১ম খন্ড, ৯৬ পৃষ্ঠা)

বিদ্রঃ- কারো উপর কুরবানী ওয়াজীব না হলেও যদি কুরবানী করে তাহলে নফল হবে ।

আল্লাহু ও রাসুলুহু আ’লাম

Spread the love

Leave a Comment