জুমার দিনের ফজিলতপূর্ণ আমল

আওস বিন আওস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ যে ব্যক্তি গোসল করল এবং গোসল করাল, সকাল সকাল (সময় হওয়ার সঙ্গে সঙ্গে) মসজিদে আসল, ইমামের নিকটবর্তী হয়ে মনোযোগ দিয়ে খুতবা শুনল এবং নিশ্চুপ থাকল- তাঁর জন্য প্রতি কদমের বিনিময়ে এক বছরের (নফল) রোযা ও নামাযের সাওয়াব রয়েছে।
ওয়াকী বলেন, ‘গোসল করল এবং করাল’ শব্দের অর্থ নিজে গোসল করল এবং স্ত্রীকে গোসল করাল।

তিরমিযি: (৪৯৬),আবু দাউদ: (৩৪৫),
নাসায়ি: (১৩৮১), ইব্‌ন মাজাহ (১০৮৭)

আমরা সকলেই জুমার দিন এগুলি পালন করার করব । ইনশাল্লাহ

Spread the love

Leave a Comment