দুই সেজদার মাঝে কোন দোয়া আছে কি ?

দুই সেজদার মাঝে কোন দোয়া আছে কি?

দুই সিজদার মধ্যে দোয়া

দুই সিজদার মাঝে কোন দোয়া আছে কি না অনেকেই জানতে চান তাই আজ প্রমাণসহ আলোচনা করব ‌ ।

দুই সিজদার মাঝে অর্থাৎ একটি সেজদা দিয়ে বসে এই দোয়াটি পড়তে হয় তারপর দ্বিতীয় সেজদা করতে হয় । যদি কেউ দোয়াটি না পড়ে তাহলে নামাজের কোন ক্ষতি হবে না নিঃসন্দেহে নামাজ সহীহ শুদ্ধ হবে । তবে কেউ যদি পড়ে তাহলে আল্লাহর অতিরিক্ত রহমত রিজিক সহ একাধিক লাভ হাসিল করবে । ইনশাআল্লাহ

তাই কেউ যদি দোয়াটি পড়তে চান তাহলে পড়তে পারেন উপকৃত হবেন ।

হাদীস শরীফের মধ্যে শব্দগত দিক দিয়ে একাধিক ভাবে এই দোয়াটি বর্ণিত হয়েছে । তারমধ্যে সহজ দুটি দোয়া আপনাদের সামনে তুলে ধরছি । যাতে সহজে মুখস্ত রাখতে পারেন এবং কম সময়ের মধ্যে পড়তে পারেন । এ দুটি দু’আর মধ্যে যেকোনো একটি দোয়া পড়লেই হবে যেটা আপনাকে বেশি সহজ মনে হবে আপনি সেটাই পড়বেন ।

১ম দু’আ
ইবনে ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’ সাজদার মাঝে এ দু‘আ পড়তেন,

‏ اللَّهُمَّ اغْفِرْ لِي ,وَارْحَمْنِي وَعَافِنِي ,وَاهْدِنِي, وَارْزُقْنِي

“আল্লাহুম্মাগফিরলী, ওয়ারহামনী,
ওয়া ‘আফিনী, ওয়াহদিনী, ওয়ারযুক্বনী”।

অর্থ – হে আল্লাহ আমাকে ক্ষমা করো,আমাকে রহম করো, আমাকে মাফ করে দাও, আমাকে হেদায়াত দাও,আমাকে রিজিক দাও ।

সুনানে আবু দাউদ, হাদিস নং ৮৫০

২য় দু’আ

হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’ সাজদাহ্‌র মাঝখানে বসে বলতেন
‏ رَبّ اغْفِرْ لِي رَبّ اغْفِرْ لِي ‏

“রাব্বীগফির লী রাব্বীগফির লী”
অর্থ – প্রভু আমায় ক্ষমা কর, প্রভু আমায় ক্ষমা কর ।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৮৯৭

দুই সিজদার মাঝে বসে পাঠ করার জন্য কয়েকটি দোয়া আছে শুধুমাত্র কিছু শব্দ কোন দোয়াতে বেশি আছে কিছু শব্দ কোন দোয়াতে কম আছে । তার মধ্যে থেকে সহজ দুটি দোয়া আপনাদের সামনে তুলে ধরলাম । যদি কেউ দুই সিজদার মাঝে বসে দোয়া পড়তে চান তাহলে দুটির মধ্যে যেকোনো একটি মুখস্ত করে নিয়ে পড়তে পারেন ।

Spread the love

Leave a Comment