দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি ও শরীর ভালো রাখার দোয়া

দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি ও শরীর ভালো রাখার দোয়া

আসসালামু আলাইকুম
প্রিয় পাঠক আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন ।

আজ খুব সুন্দর একটি দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করব । যে দোয়াটি সকাল-সন্ধ্যা পাঠ করলে সারা জীবন শরীর ভালো থাকবে, দৃষ্টিশক্তি ভালো থাকবে, শ্রবণশক্তি ভালো থাকবে । ইনশাল্লাহ

‘আবদুর রহমান বিন আবূ বাকর (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন

আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান! আমি আপনাকে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি:

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

“হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমার শ্রবণ শক্তি ভালো রাখুন । হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তি ভালো রাখুন। আপনি ছাড়া কোন ইলাহ নাই।”

তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ বাক্যগুলো দ্বারা দু‘আ করতে শুনেছি। সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি।
(সুনানে আবু দাউদ, ৫০৯০)

প্রিয় দর্শক দোয়াটি খুব সহজ এবং ছোট তাই সকলে মুখস্ত করে নেবেন । খুবই সুন্দর এবং কার্যকারিতা কি দুয়া নিয়মিত পড়লে, দীর্ঘদিন দৃষ্টিশক্তি ভালো থাকবে শ্রবণশক্তি ঠিক থাকবে এবং শরীর ভালো থাকবে । ইনশাআল্লাহ

আল্লাহ তা’আলা যেন আমাদেরকে বেশী বেশী আমল করার তৌফিক দান করেন । আমিন

Spread the love

1 thought on “দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি ও শরীর ভালো রাখার দোয়া”

Leave a Comment