নামাজে চোখ বন্ধ রাখলে কি হয়?

নামাজে চোখ বন্ধ রাখলে কি হয়?

জিজ্ঞাসা: আমি নামাযের মধ্যে অধিকাংশ সময় দাঁড়ানো এবং বসা অবস্থায় চোখ বন্ধ রাখি। কারণ-এর দ্বারা আমার নামাযে একাগ্রতা সৃষ্টি হয় এবং খুশু-খুজুর ব্যাপারে আমি নিশ্চিত থাকি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এতে আমার নামাযের কোনো ক্ষতি হবে কি❓

জবাবঃ সম্পূর্ণ নামাযে চক্ষু বন্ধ করে নামায পড়া মাকরূহে তানযীহী। তবে হ্যাঁ, যদি কেউ নামাযে একাগ্রতা সৃষ্টি করার জন্য মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে এবং মাঝে মাঝে খোলে, তাহলে নামায মাকরূহ হবে না। যেমন চক্ষু বন্ধ করে কিরা‘আত পড়ে এবং রুকূতে যাওয়ার সময় চোখ খোলে, তাহলে তা জায়িয আছে। তবে সমগ্র নামাযে চক্ষু বন্ধ রাখা যাবে না। মাঝে মধ্যে খুলতে হবে। নতুবা সুন্নাতের পরিপন্থী হওয়ার দরুন মাকরূহ হবে। [প্রমাণ: ফাতাওয়া দারুল উলূম, ৪: ১০৯]

وتكره تغميض عينيه للنهي الا لكمال الخشوع- [الدر المختار 1/645 ]

الا لكمال الخشوع بان خاف فوت الخشوع بسبب رؤية مايفرق الخاطر فلا يكره بل قال بعض العلماء انه الاولي- [ رد المحتار 1/645]

নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।

Spread the love

Leave a Comment