নিজে হাতে ভিক্ষা দিলে কি হয়?

নিজে হাতে ভিক্ষা দিলে কি হয়?

হজরত উসমান (রহঃ) বলেন যখন নবী (সাঃ) এর সাহাবী হজরত হারিসা বিন নুমান (রাঃ) চোখের জ্যোতি হারিয়ে ফেলেন, তিনি অন্ধ হয়ে যান ৷ তার পর দরজা পর্যন্ত ধাগা বেঁধে নেন, তার দরবারে ফকির মিসকিন আসলে তিনি ধাগা ধরে দরজা পর্যন্ত এসে নিজে হাতে ভিক্ষা দিতেন ৷

পরিবারের লোকেরা বলত আপনি আপনার যায়গাতে থাকুন আমরা ভিক্ষা দিয়ে দিচ্ছি ৷
সেই সময় তিনি বলেছিলেন আমি নবী (সাঃ)কে বলতে শুনেছি নিজে হাতে মিসকিনকে ভিক্ষা দিলে খারাপ মৃত্যু থেকে বাঁচা যায় ৷
(হায়াতুস সাহাবা ২য় খন্ড ২৩৪ পৃষ্ঠা)

শিক্ষা: – ফকির মিসকিনকে নিজে হাতে ভিক্ষা দিলে অনেক নেকি লাভ করা যায় ৷ পাশা পাশি ভয়ানক মৃত্যু থেকে মুক্তি লাভ করা যায় ৷

Spread the love

Leave a Comment