নেক সন্তান লাভের কুরানী দোয়া

নেক সন্তান লাভের দোয়া

আমাদের সবারই ইচ্ছা থাকে আমাদের সন্তান যেন নেক হয়।

আমাদের যাদের সন্তান নেই, তাদের সন্তানের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ চাইলে যেকোনো বয়সে সন্তান দিতে পারেন।
শুধু সন্তান চাইলেই হবে না, আল্লাহর কাছে নেকসন্তান কামনা করতে হবে
আর পাক-পবিত্র হয়ে অতি বিশ্বাসের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া বিফলে যাবেনা ইনশাল্লাহ্‌। 

যেকোনো সময় এই দোয়া করা যেতে পারে তবে উত্তম হবে নামাজের পর দোয়া করা ।

কোরআন হইতে দুইটি দোয়া আপনাদের সামনে তুলে ধরা হলো-

رَبّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ (العمران38)

হে, আমার পালনকর্তা! আপনার নিকট থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। (সূরা আল-ইমরান ৩৮)

তাই যাদের এখনো সন্তান হয়নি অথবা যারা নেক সন্তানের আশা করেন ,নামাজের পর মোনাজাতে দোয়া দুটি পাঠ করে আল্লাহর কাছে সন্তান চাইবেন ইনশাআল্লাহ আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে ।

رَبّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
‘হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান করুন।’ (সূরা সাফফাত ১০০)

Spread the love

Leave a Comment