পাখি ও মৌমাছি-শিক্ষামূলক ইসলামী পোষ্ট

পাখি ও মৌমাছি

একদিন বিকেলে একটি পাখি একটি গাছের ডালে এসে বসল। গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসাও ছিল। সেদিক থেকে একটি ছোট্ট মৌমাছি আনন্দের সাথে পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল।

পাখিটি মৌমাছিটিকে বলল, “কেমন আছ মৌমাছি ভাই?” মৌমাছিটি উত্তর দিল, “ভাল আছি। তুমি কেমন আছ পাখি ভাই ?”

পাখি বলল, আমিও ভালো আছি । তবে অনেক দিন ধরেই ভাবছি তোমাকে একটি কথা বলব বলব । মৌমাছি বলল ,কী কথা পাখি ভাই ?

পাখিটি বলল, মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম কর, কিন্তু লোকজন তোমাকে না জানিয়েই তা নিয়ে যায়। এতে তোমার কি দুঃখ হয় না? মৌমাছিটি উত্তরে বলল, না ভাই আমার কোনো দুঃখ হয় না।

পাখিটি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন কোনো কষ্ট হয়না ভাই ? মৌমাছি হাসিমুখেই উত্তর দিল, কারণ তারা মধু নিতে পারবে কিন্তু কখনই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।

শিক্ষাঃ-

মৌমাছি আকারে ছোট হলেও হৃদয়ের দিক দিয়ে মহৎ। অমাদের মৌমাছি থেকে শিক্ষা নেওয়া দরকার । যাতে আমাদের মনটা দানের দিক দিয়ে সব সময় উদার থাকে । নিজের দৃষ্টিভঙ্গী সবসময় ইতিবাচক রাখতে হবে।

এবার এটি পড়ুন- ভিক্ষা নয়-শেখ সাদী (রহঃ) এর শিক্ষনীয় মজার গল্প

Spread the love

Leave a Comment