ফজর,মাগরিব,এশা নামাজে আসতে কেরাত করলে নামাজ হবে কি ?

প্রশ্নঃ- কোন ব্যক্তি যদি একা মাগরিব বা ইশা বা ফজরের নামায পড়ে তাহলে সে কেরাত কি জোরে পড়বে না কি আস্তে পড়বে?

উত্তরঃ- ফজরে ২রাকাত মাগরিবের ৩ রকয়াতের মধ্যে প্রথম ২রাকয়াত এবং এশার ৪রাকয়াতের মধ্যে প্রথম ২রকয়াত মোটামাটি একটা আওয়াজে কেরাত করতে হবে । কেও ইচ্ছে করলে আসতেও করতে পারে । আসতে বলতে যাতে কম করে হলেও নিজে শুনতে পায় । আর মেয়েদের জন্য নামাজের কেরাত আসতে হবে জোরে করা চলবেনা ।

কেরাত জোরে হোক বা আসতে নামাজ হয়ে যাবে তবে মনে মনে কেরাত যেন না হয় ।

( মনে চাইলে জোরেও পড়তে পারবে এবং আস্তেও পড়তে পারবে। তবে নুন্যতম স্বরে জোরে পড়া চাই।।-দুররে মুখতার- ০১/৪৯৮। ১৭০।)

আল্লাহু ও রাসুলুহু আ’লাম

Spread the love

1 thought on “ফজর,মাগরিব,এশা নামাজে আসতে কেরাত করলে নামাজ হবে কি ?”

  1. আসসালামুআলাইকুম হুজুর। অনেক আলেম বলেন যে। যদি ফজরের নামাজ ক্বাযা হয়ে যায় তাহলে ক্বাযা পড়ার সময় নাকি কেরাত উচ্চস্বরে পড়তে হবে উচ্চস্বরে না পড়লে নাকি নামাজ হবে না কথা কি সত্য

    Reply

Leave a Comment