ফজরের সুন্নাত ছুটে গেলে কখন আদায় করতে হবে?

ফজরের সুন্নাত ছুটে গেলে কখন আদায় করতে হবে?

প্রশ্ন:- ফযরের সুন্নত নামাজ যদি জামাত ধরতে গিয়ে ছেড়ে যায় তো সেই সুন্নত কে কখন আদায় করতে হবে ? আমাদের সমাজে অনেকেই জামাতের পরে পরেই সুন্নাত আদা করে এটা শরীয়তের দৃষ্টিতে কী ঠিক হবে?

উত্তর:- আজ আমাদের সমাজে অনেক মানুষ একটা ভূল করে থাকে যে, ফযরের সুন্নাত যদি জামাতের আগে না পড়তে পারে সে ক্ষেত্রে সুন্নাত নামায টা জামাতের পরে পরেই পড়ে নেয়। এটা শরিয়ত সম্মত নয় তার প্রমাণ হচ্ছে।

হাদীস: হযরত আবু সাঈদ খুদরী (রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত) তিনি বলেন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে আমি শুনেছি যে ফযরের নামাজের পর কোন নামায নেই যতক্ষন না সূর্য উদয় হয়। (বোখারী শরীফ খন্ড ১, পৃষ্ঠা ৮২-৮৩, হাদীস নং ৫৮৬)

আল্লামা শামি (রহমতুল্লাহে আলাইহ) বলেন لا تقضى قبل الطلوع ولا بعد الزوال অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে অথবা জাওয়ালের পর কোনো কাযা নেই (ফাতওয়া শামি দ্বিতীয় খন্ড কেতাবুস স্বালাত বাবুল বিতরে ওয়ান নাওয়াফিল পৃষ্ঠা ৫৫০)

ইমাম আহমাদ রেযা খান (আলাইহির রাহমা) বলেছেন ” যদি ফজরে ফরজ পড়ে ফেলে তো সূর্যোদয়ের পূর্বে সুন্নত যেন একদম না পড়ে আমাদের ইমাম গনের এই বিষয়ে ঐক্যমত আছে, বরং যদি পড়ে তো সূর্যোদয়ের পর দুপুর হওয়ার আগে পর্যন্ত যেন পড়ে (ফাতাওয়া রেজভীয়া খন্ড ৮ পৃষ্ঠা ১৪১)

আল্লাহ আমাদের সকলকে শরীয়তের সঠিক পদ্ধতি অনুসরণ করার তাওফীক দান করুন। আমিন

সৈয়দ শাহ মুফতি গোলাম মোস্তারশীদ আলী আল ক্বাদেরী, খিদিরপুর দরবার শরীফ, কলকাতা

এবার পড়ুন

Spread the love

Leave a Comment