মহিলাদের মেহেন্দি ব্যাবহারের সঠীক নিয়ম কী ?

মহিলাদের মেহেন্দি ব্যাবহারের সঠীক নিয়ম কী ?

প্রশ্ন:- মহিলারা মেহেন্দি (মুদি পাতা) ব্যাবহারে সঠীক নিয়ম কী এবং সব সময় লাগতে পারবে কি না ?

উত্তর:- মহিলাদের ক্ষেত্রে মেহেন্দি (মুদি পাতা) লাগানো জায়েয। এবং সব সময় লাগানো উচিত। যেমন হাদীস শরীফের মধ্যে হয়েছে,

উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাদিয়াল্লাহু তা’আলা আনহা) উনি বলেন, এক মহিলা পর্দার পেছন থেকে একটি কেতাব হাতে নিয়ে রাসুল (সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম) এর দিকে বাড়িয়ে দিল। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজের হাত টেনে নিলেন আর বললেন আমি বুঝতে পারছি না এটা পুরুষের হাত নাকি নারীর হাত? সে মহিলা তখন বলেন এটা নারীর হাত। অল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন এটা যদি নারীর হাত হত, তাহলে তার নখ গুলী মেহেন্দি রঙ্গে রাঙ্গানো থাকত । (আবূ দাউদ শরীফ খন্ড ২পৃষ্ঠা ২২০ হাদীস ৪১৬৬)
(সুনানে নাসায়ী খন্ড ৫,পৃষ্ঠা ৪৩৯,শরীফ হাদীস নং ৫০৯২)

হজরত আয়শা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিতঃ হিন্দ বিন্তে উৎবা আরজ করলেন ইয়া রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বাইত করে নিন তো রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন যতক্ষণ না তুমি নিজের দু হাত রঙ্গিন করবে আমি তোমাকে বাইত করবনা। (আবূ দাউদ শরীফ খন্ড ২ পৃষ্ঠা ২২০হাদীস৪১৬৫)

মহিলাদের ক্ষেত্রে হাতে পায়ে মেহেন্দি ব্যবহার করা জায়েজ । এটা সৌন্দর্য বৃদ্ধির করে। প্রয়োজন ছাড়া ছোটো ছেলে ও মেয়েদের হাতে ও পায়ে মেহেন্দি লাগানো উচিৎ নয়। যেমন আলমগীরিতে আছে,
وَلَا يَنْبَغِي أَنْ يُخَضِّبَ يَدَيْ الصَّبِيِّ الذَّكَرِ وَرِجْلَهُ إلَّا عِنْدَ الْحَاجَةِ وَيَجُوزُ ذَلِكَ لِلنِّسَاءِ
ছোটা বাচ্চার হাত পা মেহন্দি দ্বারা বিনা কারনে রঙ্গিন করা উচিত নয় এবং মহিলাদের জন্য ইহা যায়েজ
(ফাতওয়া আলামগীরি খন্ড ৫,পৃষ্ঠা ৪৩৯,বাহারে শরীয়ত খন্ড ১৬পৃষ্ঠা৫৯৬ মসলা নং ৩,ইসলামী আখলাক ও আদাব পৃষ্ঠা ২০৫)

সুতরাং মেয়েদের উচিত যে নিজের হাত ও পা এবং নখ মেহেন্দি (মুদি পাতা) দ্বারা যেন রঙ্গিন করে রাখে।

(সৈয়দ শাহ মুফতি গোলাম মোস্তারশীদ আলী আল ক্বাদেরী, খিদিরপুর দরবার শরীফ, কলকাতা)

এবার পড়ুন

Spread the love

Leave a Comment