মাসিক চলাকালীন কোনো দু‘আ,সূরা পড়া বহুকুম কি?

জিজ্ঞাসাঃ মাসিক চলাকালীন কোনো দু‘আ অথবা সূরা বাংলায় অথবা ইংরেজীতে লিখে মুখস্ত করা যায় কি-না❓

✍️জবাবঃ মাসিক চলাকালীন যে কোনো দু‘আ আরবী ভাষায় লিখে বা পড়ে মুখে উচ্চারণ না করে মনে মনে মুখস্ত করা যায়, ভিন্ন ভাষার প্রয়োজন নেই। তবে কোনো সূরাকে মুখে উচ্চারণ করে তিলাওয়াত বা মুখস্ত করা যায় না। এমনিভাবে যে সকল সূরা বা আয়াতে দু‘আর বা ওযীফার দিক আছে সেগুলোকে দু‘আ বা ওযীফার নিয়্যতে পাঠ করা যায়। উল্লেখ্য কুরআন তিলাওয়াত শুধু আরবী ভাষাতেই হবে। অন্য ভাষায় সহীহ উচ্চারণ, তিলাওয়াত সম্ভব নয়।

_وفي الدر المختار: ولا بأس لحائض وجنب بقرائة قرآن بقصده. فلو قرأت الفاتحة على وجه الدعاء او شيئا من الآيات التي فيها معنى الدعاء ولم ترد القرائة لا باس به.  (الفتاوى الشامية:1/293

নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।

Spread the love

Leave a Comment