৩৫ইসলামিক নাম মেয়েদের অর্থসহ

পিতা-মাতার পক্ষ থেকে সন্তানকে দেওয়া প্রথম উপহার হল একটি সুন্দর নাম ।
সুন্দর নাম রাখার তাগিদ দিয়ে রাসূল (সা.) ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। (আবু দাউদ)

তাই একটি সুন্দর অর্থপূর্ণ নাম রাখা সকলের বড় দায়িত্ব ।
কিন্তু অনেকেই শুনতে ভালো লাগে এমন নাম রেখে থাকে অর্থের দিকে কোন খেয়াল করেনা ।
জিজ্ঞেস করলে বলে সুন্দর নাম খুঁজে পাচ্ছিনা যা পাচ্ছি আশেপাশে ওই নামের মানুষ আছে ।

কন্যা শিশুর জন্য ৩৫ টি সুন্দর বাছাই করা নাম আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি । বাড়িতে কন্যাসন্তান জন্মগ্রহণ করলে এই নাম গুলির মধ্যে থেকে একটি নাম রাখতে পারেন ।

ইসলামিক নাম মেয়েদের অর্থসহ

(১) Aaira (আইরা) সম্মানিতা

(২) Aasiba (আসিবা) খেলোয়াড়

(৩) Aatiah (আতিয়া) দানকারী

(৪) Abaida (আবিদা) আল্লাহর বান্দি

(৫) Ibadah (ইবাদাহ) ইবাদত /বুজুর্গ মহিলা ।

(৬) Abqari (আবকারি) খুশি

(৭) Adeena (আদিনা ) আবেগপ্রবণ

(৮) Afeefa (আফিফা) সৎ
 
(৯) Hadiqah (حدیقہ)
ফুলের বাগান

(১০) Hadia (হাদিয়া) পথপ্রদর্শক

(১১) Humaira (হুমাইরা) লাল
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ,আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা কে হুমায়রা বলে আদর করে ডাকতেন । অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহার চেহারা ছিল লাল বর্ণের ।

(১২) Hasanat (হাসানাত) সুন্দরী

(১৩) Hasseen (হাসিন) সুন্দর

(১৪) Heyaat (হায়াত) জীবন

(১৫) Hooriya (হূরিয়া) পরী

(১৬) Husaamah (হুসামা) তালুয়ার

(১৭) Husnara (হুসনারা)
রূপচর্চা কারিনি

(১৮) Asaish (আশাইস) শান্তি

(১৯) Afsa (আফসা) বৈশিষ্ট্য

(২০) Pari (পরী) সুন্দরী নারী

(২১) Sanbal (সানবাল) সুগন্ধি ঘাস

(২২) Seema (সীমা ) ভদ্রমহিলা

(২৩) Hakimah (হাকিমা) বুদ্ধিমতী মহিলা

(২৪) Atiah (আতিয়া)
সাহায্যকারী মহিলা

(২৫) Hena (হেনা ) মেহেন্দি

(২৬) Rabita (রাবিতা) একত্রিত করা

(২৭) Raeha (رایحا) সুগন্ধি

(২৮) Raqiqah (রাকিকা)
নরম মনের মানুষ

(২৯) Rafta(রাফতা) দয়াবান

(৩০) Razia (রাজিয়া) সন্তুষ্টি

(৩১) Ruya (রুইয়া) স্বপ্ন

(৩২)Sadee (সায়াদি) অভিনন্দন

(৩৩) Rakiba (রাকিবা) সফর সঙ্গী

(৩৪) Rifaat (রিফাত) উচ্চ মর্যাদার অধিকারী

(৩৫) Rufia (রুফিয়া)
ভালোবাসা প্রদানকারী

Spread the love

Leave a Comment