যাবতীয় বিপদ ও অনিষ্ট থেকে বাঁচার দুআ

যাবতীয় বিপদ ও অনিষ্ট থেকে বাঁচার দুআ

প্রশ্নঃ- যাবতীয় বিপদ ও অনিষ্ট থেকে বাঁচার সুন্দর সহিহ দু’আ আছে কি যা দ্বারা ১০০% উপকার লাব করা যাবে ?

উত্তর নং ১৪০ঃ- হাদিস শরিফের মধ্যে অসংখ্য দু’আ আছে তার মধ্যে একটি হল-

রাসূলুল্লাহ () বলেছেন : প্রতিদিন সকালে ও সন্ধ্যায় যে কেও এ দু‘আটি তিনবার পাঠ করবে কোন কিছুই তার অনিষ্ট করতে পারবে না :

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণঃ- “বিসমিল্লা-হিল্লাযী লা ইয়াযুর্‌রু মা‘আস্‌মিহি শাইয়ূন ফিল আরযি, ওয়ালা ফিস্‌ সামায়ি ওয়া হুয়াস্‌ সামীউল ‘আলীম”। (তিরমিজি- ৩৩৮৮)

অর্থ : “আল্লাহ তা‘আলার নামে শুরু” যাঁর নামের বারাকাতে আকাশ ও মাটির কোন কিছুই কোন অনিষ্ট করতে পারে না (কোন ক্ষতি করতে পারেনা)। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।”)

সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার অর্থাৎ মাগরিব নামাজের পর তিনবার এবং ফজর নামাজের পর তিনবার এ দোয়াটি পাঠ করলে পৃথিবীর কেউ কোন ক্ষতি করতে পারবেন । এমনকি বড় বড় রোগ বালা-মুসীবত ও বিপদ কাছে আসতে পারবে না । ইনশাআল্লাহ

এবার শিখুন এই দু’আটি

যেকোনো কাজে সফলতা লাভের দোয়া

Spread the love

Leave a Comment