যারা বিয়ে করতে যাচ্ছেন, তাদের প্রতি নসিহত

যারা বিয়ে করতে যাচ্ছেন, তাদের প্রতি নসিহত

✔ স্ত্রীকে শুধু যৌনসঙ্গী নয়; জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করুন।

✔ শাসক স্বামী নয়; নিজেকে একজন আদর্শ প্রেমিক স্বামী হিসেবে উপস্থাপনের চেষ্টা করুন।

✔ অনাগত সন্তানের জন্য বিয়ের সময় থেকে অর্থাৎ আকদের সময় থেকে পরিকল্পনা সাজান।

✔ স্ত্রীকে আপনার চিন্তা-ভাবনার সহযোগী হতে তার পড়াশোনার চর্চা অব্যাহত রাখতে দিন।

✔ পরিবারের অন্যরা আঞ্চলিক ভাষায় কথা বললেও আপনারা স্বামী-স্ত্রী একে অপরের সাথে যথাসম্ভব শুদ্ধ ভাষায় কথা বলুন।

✔ পরিবার-পরিকল্পনা, পারিবারিক নীতিমালা, সন্তান লালল-পালন তথা প্যারেন্টিং বিষয়ের বই নিয়ম করে শুরু থেকেই পড়া শুরু করুন।

✔ আর অবশ্যই স্বামী-স্ত্রীর হক ও অধিকার সম্পর্কিত লেটেস্ট সংস্করণের বই বিয়ের আগে অধ্যয়ন করে রাখবেন।

Spread the love

Leave a Comment