যে কাজ করলে আল্লাহ বান্দাকে ১০বার সালাম দেন

যে কাজ করলে আল্লাহ বান্দাকে ১০বার সালাম দেন

আল্লাহ তাআলার সালাম পেতে হলে একটি কাজ করতে হবে । লেখাটি শেষ পর্যন্ত পড়লে আপনি জানতে পারবেন কি করলে আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া যায় ।

মোহাম্মদ (সাঃ) এর উম্মাতের কত শান তা বলে শেষ করার মত না। আমরা এতটাই অন্ধকারে রয়েছি যে নিজের মর্যাদার ও পরকালের কথা একদম ভুলে গেছি ।

পবিত্র হাদীছ শরীফের মধ্যে রয়েছে,

আবূ ত্বলহাহ্ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রসূলুল্লাহ (সাঃ) বড় হাসি-খুশী ভাবে সাহাবীগণের কাছে উপস্থিত হলেন। তিনি বললেন, আমার নিকট জিবরীল (আঃ) এসেছিলেন। তিনি আমাকে বললেন, আপনার রব বলেছেন, হে মুহাম্মাদ (সাঃ) আপনি কি এ কথায় সন্তুষ্ট নন যে, আপনার উম্মাতের যে কেউ আপনার উপর একবার দরূদ পাঠ করবে আমি তার উপর দশবার রাহমাত বর্ষণ করব? আর আপনার উম্মাতের কোন ব্যক্তি আপনার উপর একবার সালাম পাঠালে আমি তার উপর দশবার সালাম পাঠাব?

(নাসায়ী ১২৮৩, দারিমী ২৮১৫, মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ৯২৮)

এই হাদিসের মধ্যে দরূদের পাশাপাশি সালামের ফজিলত সম্পর্কেও বর্ণিত হয়েছে ।

একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেল করলে, আল্লাহ তা’আলা তাঁর প্রতি ১০ বার সালাম বা শান্তি প্রেরণ করে থাকেন। সুবহানাল্লাহ

Spread the love

Leave a Comment