শিশুর জিদ ও দুষ্টামি দূর করার দোয়া

শিশুর জিদ ও দুষ্টামি দূর করার দোয়া

দুষ্ট শিশুকে শান্ত করা বা শিশুর জিদ দূর করার একাধিক দোয়া ও আমল রয়েছে, তার মধ্য থেকে খুব সুন্দর একটি দোয়া।

শিশু যদি জিদ করে অথবা খুব বেশী দুষ্টামি করে, কোন কথা না শোনে তাহলে সেই শিশুর দুষ্টামি ও জিদ দূর করতে এই দোয়াটি খুবই কার্যকারী ।

দোয়াটি হলোঃ-
أَفَغَيْرَ دِينِ اللّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ.
এটি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৮৩ নাম্বার আয়াত ।

উচ্চারণ: আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদ্বি তাউয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন।

অর্থঃ- তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তার অনুগত হবে। সবাই তার কাছে ফিরে যাবে ।

ফজিলতঃ- যে ব্যক্তির সন্তান বা কোন প্রাণী তাকে কষ্ট দেয়, সে যেন তার কানে সূরা আল ইমরানের ৮৩ নং আয়াত পাঠ করে ।
(আল মুজামুল আউসাত লিত্ তাবারানি: ৬৪)

আমলঃ- সন্তান অতিরিক্ত দুষ্টামি করলে বা সন্তানের অতিরিক্ত জিদ থাকলে, কথা না শোনলে, কথা না মানলে প্রতিদিন তার কপালে হাত রেখে ৭ বার এ আয়াতখানা পাঠ করে তার চেহারা ও কানে ফুঁ দিলে- জিদ ও দুষ্টামি কম হবে । ইনশাল্লাহ
এ আমল নূন্যতম ২১ দিন লাগাতার করতে হয়।

যেকোনো সময়ে আমলটি করতে পারেন ‌। তবে সব থেকে ভালো হবে এশার নামাজ পড়ার পর এই আমলটি করা কারণ তখন শিশু ঘুমিয়ে থাকবে আমলটি করতে সুবিধা হবে ।

এ দোয়াটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই উপকৃত হতে পারে ।

Spread the love

Leave a Comment