সংসার সুখী হয় রমণীর গুণে গুণবান পতি যদি থাকে তার সনে’। 

সংসার সুখী হয় রমণীর গুণে

কথায় আছে ‘সংসার সুখী হয় রমণীর গুণে/ গুণবান পতি যদি থাকে তার সনে’।

الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة
সমস্ত পৃথিবিটা হল সম্পদ আর পৃথিবীর শ্রেষ্ট সম্পদ হল সৎচরিত্রের নারী (উত্তম স্ত্রী)
তাই সুখের সংসার গড়তে একজন সৎ চরিত্রের নারী অতি প্রয়োজন ৷
তাই বিয়ের পূর্বে রাসুল (সঃ) এর একটি হাদিসের উপর আমল করা সকলের জন্য জরুরী ৷ হাদিসটি হল-
জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,মহিলাদেরকে বিয়ে করা হয় তাদের দীনদারী, ধন-সম্পদ ও সৌন্দর্য দেখে। অবশ্যই তুমি দীনদার পাত্রীকে বেশি অগ্রাধিকার দিবে; কল্যাণে তোমার হাত পরিপূর্ণ হবে।
তিরমিজি, হাদিস ১০৮৬

দীনদার মেয়েকে অগ্রাধিকার দিতে হবে বিবাহের ক্ষেত্রে তবে সুখ আসবে সংসারে ৷

——-গুণবতী নারীর বৈশিষ্ট——-
১- ধার্মিক হবে
২- স্বামিকে খুব ভালোবাসবে
৩- শশুর শাশুড়িকে যথেষ্ট সম্মান দেবে
৪- ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকবে
৫- পরপুরুষ থেকে দূরে থাকবে
ইত্যাদি
এমন নারীর গুণে সংসারে সুখ আসে

সুধু স্ত্রীর উপর সব চাপিয়ে দিলে হবে না স্বামিকেও ভালো হতে হবে ৷

সংসার সুখের গড়তে স্বা ও স্ত্রীর কর্তব্য
১- একে ওপরকে খুব বেশি ভালোবাসবে
২- একে ওপরকে বিশ্বাস করবে
৩- স্বামী অর্থ উপার্জন করবে আর স্ত্রী বাড়ির কাজকর্ম করবে স্বামী প্রয়োজনে সাহায্য করবে ৷
৪- ইসলামী মত অনুযায়ী চলবে
৫- স্বামী বাড়ি ফিরলে সালাম দিয়ে ঘরে ঢুকবে

তাহলে সংসার সুখি হবে ইন শা আল্লাহ ৷

Spread the love

Leave a Comment