সিগারেট খেলে/ধুমপান করলে নামাজ হবে কি?

Q- সিগারেট খেলে কি নামাজ হবে?

A- ৫ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, আর তাই নামায পড়তেই হবে। কেনোনা, আল্লাহ তাআলা বলেন,

إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا ‘مَّوْقُوتًا

নিশ্চয় নামাজ মুমিনদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে। (সূরা নিসা ১০৩)

নামাজ আদায় করতে হবে পরিস্কার পরিছন্ন হয়ে,নুংরা অবস্থায় মুখে দুর্গন্ধ নিয়ে নামাজ আদায় করলে ফারিস্তারা কাছে আসতে কষ্ট পান । এমনকি মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে গমণ করারও যাবে না।

এক হাদিসে নবীজী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজের মতো গন্ধ হয় এমন কোনো সবজী খাবে, সে যেনো আমাদের মসজিদের ধারে কাছেও না আসে, কেনোনা; মানুষ যে খারাপ গন্ধ দ্বারা কষ্ট পায়, ফিরিস্তারাও তদ্রূপ কষ্ট পায়। (সহীহ মুসলিম ১/৩৯৫)

আর বলা বাহুল্য যে, সিগারেটের দুর্গন্ধ কাঁচা পেঁয়াজ ও রসুনের চেয়েও অধিক দুর্গন্ধ। সুতরাং এমন ব্যক্তি মসজিদে যাওয়ার পূর্বে ভালোভাবে কুলি করে বা দাঁত মেজে মসজিদে যাবে। যাতে কোনো দুর্গন্ধ বাকি না থাকে।
সিগারেট খেলে নামায হবে না–এই মর্মে কোনো নির্ভরযোগ্য মুফতির ফতওয়া নেই। তবে বিড়ি-সিগারেট দুর্গন্ধ এবং ক্ষতিকর হবার কারণে মাকরুহ। (ফাতাওয়ায়ে উসমানী-৩/৮৮-৮৯)

বিড়ি-সিগারেট দুর্গন্ধ এবং ক্ষতিকর বস্তু তাই বর্জন করুন।

পড়তে হলে এখানে ক্লিক করুন

ভুমিকম্প কেন হয় এবং ভুমিকম্প হলে করনীয় কী? জানতে এখানে ক্লিক করুন

Spread the love

1 thought on “সিগারেট খেলে/ধুমপান করলে নামাজ হবে কি?”

Leave a Comment