সুফী কারা? সুফীগনের পরিচয়

সুফী কারা?

সুফী বা আল্লাহর ওলী সম্পর্কে হযরত বায়েজীদ বোস্তামী (রহঃ) কে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন— সূফী কারা?

হযরত বায়েজীদ বোস্তামী (রহঃ) উত্তরে বলেছিলেন— সূফী হচ্ছে ঐ ব্যক্তি যে তার দক্ষিণ পার্শ্বে আল্লাহ’র কিতাব এবং উত্তর পার্শ্বে রাসুলের সুন্নত আঁকড়ে ধরে। এক চোখ দিয়ে জান্নাত দেখে আর অপর চোখ দিয়ে জাহান্নাম দেখে (এক চোখে চান্নাতের স্বপ্ন ও আরএক চোখে জান্নামেন ভয়)। দুনিয়াকে রাখে পিছনে আর আখিরাতকে জড়িয়ে ধরে। আর এ দুইয়ের মাঝে মাওলার কাছে এভাবে হাজিরা দিয়ে থাকে— লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক (আমি হাজির। হে আল্লাহ, আমি হাজির)। (আল্লামা আব্দুর রহমান আল-বাদাভী(রহঃ) এর শাতহাতে সূফিয়া-৯৬ পৃষ্ঠা)

আধ্যাত্মিক জগতের হিরন্ময় তাজ যার মুবারক মস্তকে শোভিত, সেই ক্ষণজন্মা, যুগশ্রেষ্ঠ, মহান মরমী কবি আল্লামা রুমী (রহঃ) এর আল্লহ ও রসূল (ﷺ) প্রেমে সুরভিত অমর, কালজয়ী কাব্যগ্রন্থ ‘মসনবী শরীফ’ থেকে শাশ্বত, চিরন্তন দু’টি চরণঃ

“এক জামানা সোহবতে বা আউলিয়া
বেহতর আজ ছদ সালে বেরিয়া”।

অর্থাৎ আল্লহর অলীর সঙ্গে এক মুহূর্তের সুহবত, রিয়াবিহীন হাজার বছর নফল ইবাদত অপেক্ষাও উত্তম। (সুবহানআল্লাহ)

সুফীদের চেহরা দেখলে আল্লাহর ভয় মনের মধ্যে জন্ম নেয় । সুফিগণ দুনিয়ার স্বার্থে কোনো কিছু করে না বরং তাদের প্রটিটি কাজ আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে । তাদের কোনো লোভ থাকে না, হিংসা থাকেনা,অহংকার থাকে না। এবং তারা সুধু আল্লাহকে ভয় করে আর কাওকে ভই করে না ।

বর্তমানে অনেক পেট পুঁজারি ভন্ড সুফী সেজে বসে আছে যারা মুরিদের টাকাতে বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখে । তাদের থেকে সাবধান থাকতে হবে । তবে যদি খাঁটি সুফী বা আল্লাহ ওয়ালা পাওয়া যায় তাহলে অবশ্যই তাদের সঙ্গ লাব করতে হবে ।

Spread the love

Leave a Comment