সুরা ইয়াসিনের ফজিলত জানতে চাই?

সুরা ইয়াসিনের ফজিলত

সুরা ইয়াসিন এর ফজিলত সম্পর্কে আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরী,তাই এই সুরার ফজিলত সম্পর্কে কএকটি হাদিস তুলে ধরা হলো-

১) হযরত আনাস (রাযি:) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু আ’লাইহি সাল্লাম) বলেন, প্রতিটি জিনিসের একটি কলব বা হৃদয় রয়েছে, আর কুরআনের কলব হলো সুরায়ে ইয়াসিন। যে ব্যক্তি সুরায়ে ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তায়ালা তাকে ১০ বার পুরো কোরআন তেলাওয়াতের সাওয়াব দান করবেন। [তিরমিযী, দারেমি]

২) রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার যাবতীয় চাহিদা-লক্ষ্য পূরণ হবে। [দারেমি]

৩) হযরত মা’কাল ইবনে ইয়াসার আল মুযানী (রাযি:) সূত্রে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সুরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার পূর্ববর্তী সব গোনাহ মাফ করে দেওয়া হবে। [বাইহাকি]

(৪) হযরত আবু যর (রাযি:) থেকে বর্ণিত, মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির পাশে সুরা ইয়াসিন তেলাওয়াত করা হলে তার মৃত্যু সহজতর হয়। [ইবনে হিব্বান]

Spread the love

Leave a Comment