স্ত্রীকে তুই বলে ডাকলে কি হয়?

স্ত্রীকে তুই বলে ডাকলে কি হয়?

তুমি, তুই, আপনি এর আরবি হল, انت (আনতা)
স্ত্রী লিঙ্গ হলে انت (আনতি) স্ত্রী ও পুরুষ লিঙ্গ উভয়ের জন্য ইংরেজিতে বলা হয় You.

বাংলাতে একাধিক শব্দ দিয়ে সম্মোধন করা হয় কিন্তু আরবি ও ইংরেজি ও অন্যান্য প্রায় ভাষাতে একটা শব্দ দ্বারা সম্বোধন করা হয় ।

সাধারণত বয়সে বড়,শিক্ষক,সম্মানিত ব্যক্তিদের আপনি বলা হয় এবং এদের চাইতে কম লেভেলের মানুষকে তুমি বলা হয় এবং বন্ধু, ক্লাসের সাথী, সমবয়সী ভাইদের তুই বলা হয় । এখন কথা হল স্ত্রীকে তুই বলা যাবে কিনা?

যদি পূর্বে থেকে চেনা জানা থাকে এবং তুই করে কথা বলে তাহলে বিয়ের পরে বললে সমস্যা নেই, অথবা একই ক্লাসে পড়েছে তুই করে কথা বলেছে তাহলে বিয়ের পরেও তুই বললে কোন সমস্যা নেই, এছাড়া স্ত্রী যদি তুই ডাকে সন্তুষ্ট হয় তাহলেও কোন সমস্যা নেই । এটা একটা অভ্যাস এর উপর নির্ভর করবে ।

কেউ এমনও আছে মাঝে মাঝে খুব ভালবেসে স্ত্রীকে আপনি বলে, আবার কেউ রাগ করে তুই বলে, আবার কেউ তুমি আমি করে কথা বলতে ভালোবাসে।

তবে যদি তুই বলার কারণে স্ত্রীর কষ্ট পায়, ব্যথা পাই তাহলে তুই না বলাই উত্তম ।

তবে স্বামী স্ত্রী আলোচনার মাধ্যমে একে অপরকে যেকোনো ভাবে ডাকতে পারে যাতে তারা খুশি । ইসলামী শরীয়তে এর উপর কোন নিষেধাজ্ঞা নেই ।

আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এরপরে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ।

এবার পড়ুন

Spread the love

Leave a Comment