স্ত্রী দেনমোহরের টাকা মাফ করে দিলে কি মাফ হবে?

মহর স্ত্রীর প্রাপ্য হক। তার উপর কোনো চাপ প্রয়োগ করে বা তাকে লজ্জায় ফেলে এ হক মাফ করানো যাবে না। অবশ্য মহিলা যদি স্বতঃস্ফূর্তভাবে বিনা চাপে নিজো থেকে মহরের হক ছেড়ে দেয় তাহলে তা মাফ হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে। তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর। (-সূরা নিসা : ৪)

স্ত্রী যদি স্বামীকে খুশি মনে মোহরের টাকা মাফ করে দেয় তাহলে মাফ হয়ে যাবে। (আলবাহরুর রায়েক ৩/১৫০,হেদায়া ৩/২৯০, রদ্দুল মুহতার ৩/১১৩।)

Spread the love

Leave a Comment