১০টি মূল্যবান দোয়া যা আপনার জীবন বদলে দেবে

১০টি মূল্যবান দোয়া যা আপনার জীবন বদলে দেবে ।

১. কল্যাণ লাভের দোয়া
পবিত্র কোরআনের এই দোয়াটি নিয়মিত পাঠ করলে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করা যায় এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় ।
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنۡيَا حَسَنَةً وَّفِى الۡاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণঃ- রাব্বানা আতিনা ফিদ-দু-নিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান-নার
অর্থ
হে রাব্বুল আলামিন! আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যান দান করো। এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো! (সূরা বাকারা ২০১)
পাঁচ ওয়াক্ত নামাজের পরে অথবা অন্য কোন সময় দোয়াটি পার করতে পারেন । ইনশাআল্লাহ দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করবেন ।

২. যাবতীয় অনিষ্ট থেকে বাঁচার দোয়া
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : প্রতিদিন সকালে ও সন্ধ্যায় যে কেও এ দু‘আটি তিনবার পাঠ করবে কোন কিছুই তার অনিষ্ট করতে পারবে না :

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণঃ- “বিসমিল্লা-হিল্লাযী লা ইয়াযুর্‌রু মা‘আস্‌মিহি শাইয়ূন ফিল আরযি, ওয়ালা ফিস্‌ সামায়ি ওয়া হুয়াস্‌ সামীউল ‘আলীম”।

অর্থ : “আল্লাহ তা‘আলার নামে শুরু” যাঁর নামের বারাকাতে আকাশ ও মাটির কোন কিছুই কোন অনিষ্ট করতে পারে না (কোন ক্ষতি করতে পারেনা)। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।”)
সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার অর্থাৎ মাগরিব নামাজের পর তিনবার এবং ফজর নামাজের পর তিনবার এ দোয়াটি পাঠ করলে পৃথিবীর কেউ কোন ক্ষতি করতে পারবেন । এমনকি বড় বড় রোগ বালা-মুসীবতও কাছে আসতে পারবে না । ইনশাআল্লাহ

৩. ঋণ মুক্তির দোয়া
হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন,
আমাকে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছিলেন? যদি তোমার উপর সীর (সাবীর) পাহাড় পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। দোয়াটি হলো

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।’
অর্থ : ‘হে আল্লাহ! তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখ এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল করো।’ (তিরমিজি)
নিয়মিত নামাজের পর বিশ্বাসের সঙ্গে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে ঋণ থেকে মুক্তি লাভ করবেন পাশাপাশি রিজিক বৃদ্ধি হবে । ইনশাআল্লাহ

৪. নেক সন্তান লাভের দোয়া

رَبّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণঃ- রাব্বি হাবলি মিনাস সলিহিন

‘হে আমার পরওয়ারদেগার! আমাকে নেক সন্তান দান করো।’ (সূরা সাফফাত ১০০)
নিয়মিত নামাজের পর এই দোয়াটি পাঠ করলে আল্লাহর রহমতে নেক সন্তান লাভ করা যাবে ।

৫. স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া
رَبّ زِدْنِي عِلْمًا
উচ্চারণ- রাব্বি যিদনি ইলমা
অর্থ- হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। (সূরা ত্বহা ১১৪)

৬. বিষাক্ত প্রাণীর দংশন থেকে বাঁচার দোয়া
মহাপ্লাবনের সময়, সাপ আর বিচ্ছু যখন সেই নূহ (আঃ) এর কাস্তি বা নৌকাতে উঠতে চাইল তখন হযরত নূহ আলাইহিস সালাম তাদের নিষেধ করলেন । তিনি বললেনঃ তোমরা মানুষদের কষ্ট দাও তোমরা উঠবে না । তখন সাপ আর বিচ্ছু হযরত নূহ আলাইহিস সালাম কে প্রতিশ্রুতি দেয় যে যারা বলবে

سَلَامٌ عَلَىٰ نُوحٍ فِي الْعَالَمِينَ
(সুরা সাফফাত ৭৯)

উচ্চারণঃ-সালামুন আলা নুহিন ফিল আলামিন

অর্থাৎ উভয় জগতে নূহ আলাইহিস সালাম এর উপর শান্তি বর্ষিত হোক ।

যারা এটা বলবে আপনাকে কথা দিচ্ছি তাদের আমরা কোন ক্ষতি করব না ।

তাই যদি কোন মানুষ এটি পাঠ করে তাহলে যাবতীয় সাপ বিচ্ছু ও যাবতীয় বিষাক্ত প্রাণীর দংশন থেকে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ ।

৭. মনের ইচ্ছা পূরণের দোয়া
আনাস ইব্‌ন মালিক (রাঃ) থেকে বর্ণিত-তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাঃ)-এর সঙ্গে বসা ছিলাম, তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল, যখন সে রুকূ-সিজদা এবং তাশাহহুদ পড়ে (নামাজ শেষে) দোয়া করতে আরম্ভ করল তখন সে তাঁর দোয়াতে বলল

اللَّهُمَّ إِنّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ، إِنّي أَسْأَلُكَ

উচ্চারণ “আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আন্না লাকাল-হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস-সামাওয়াতি অল- আরদি ইয়া- যাল-জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইন্নি আসয়ালুক”

তখন নবী (সাঃ) সাহাবীগণকে বললেন, তোমরা কি জান সে কিসের দ্বারা দোয়া করল? তাঁরা বললেন, আল্লাহ এবং তাঁর রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, যাঁর হাতে আমার প্রাণ তাঁর শপথ,সে আল্লাহর ঐ ইসমে আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যাদ্বারা কোন কিছু চাওয়া হলে তা তিনি দান করেন।
(সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৩০০)
উক্ত হাদীস দ্বারা আমরা বুঝতে পারলাম এই দোয়াটির মাঝে ইসমে আজম রয়েছে । আর ইসমে আজম দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় কিছু চাইলে তা পাওয়া যায় ।

৮. পিতা মাতার জন্য দোয়া
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণ : ‘রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।
অর্থ : হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি দয়া করো; যেভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছে।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ২৪)

৯. জাহান্নাম থেকে মুক্তির দোয়া
اللَّهُمَّ أَجِرْنِى مِنَ النَّارِ
উচ্চারণঃ- আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
অর্থ:“হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও”

ফজিলত: যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজ শেষে ‘আল্লাহুম্মা আজিরনি মিনান্নার’ সাতবার পাঠ করবে সে যদি ওই রাতে বা দিনে মারা যায় তাহলে অবশ্যই জাহান্নাম থেকে নাজাত পাবে। (-সুনানে আবু দাউদ: ২/৭৪১)

১০. বিপদ ও কষ্ট থেকে মুক্তির দোয়া

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণঃ-লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন।
অর্থ- তুমি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি । (সূরা আল আম্বিয়া: ৮৭)
এটাকে দোয়া ইউনুস বলা হয় । হযরত ইউনুস (আঃ)কে যখন মাছে খেয়ে ফেলেছিল তখন তিনি এই দোয়া পাঠ করেছিলেন ।
আল্লাহ তা’আলা বলেন,
অতঃপর আমি তাঁর আহবানে সাড়া দিলাম এবং তাঁকে দুশ্চিন্তা (বিপদ) থেকে মুক্তি দিলাম। আমি এমনি ভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি।(সূরা আল আম্বিয়া: ৮৮)

হযরত সা’দ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,আল্লাহ্‌ তা’আলার নবী
যুন- নুন([ইউনুস-আঃ) মাছের পেটে থাকাকালে যে দু’আ করেছিলেন তা হল, “
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
যে কোন মুসলিম লোক কোন বিষয়ে কখনো এ দু’আ করলে অবশ্যই আল্লাহ্‌ তা’আলা তার দু’আ কবুল করেন।

(তিরমিজি, হাদিস নং ৩৫০৫)

মনের দুঃখ কষ্ট ও যাবতীয় বিপদ দূর করতে এই ২টি আমল খুবই কার্যকরী । এছাড়া দোয়া ইউনুস দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন । কোন মনের আশা পূরণ করার জন্য দোয়া ইউনুস দ্বারা দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করেন ।

Spread the love

Leave a Comment