৪টি কাজে অন্তর খুলে যায় | অন্তর প্রশান্তি লাভ করে

৪টি কাজে অন্তর খুলে যায়

অন্তরের মরীচিকা মানুষের জ্ঞান চক্ষু বন্ধ করে দেয়, অন্যায়ের প্রতি আকর্ষিত করে, অন্তর থেকে মায়া ,মমতা, ভালবাসা কমিয়ে দেয় । অন্তর বন্ধ হয়ে গেলে মানুষের আচারণ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায় ।

বন্ধ হওয়া অন্তর খোলার কয়েকটি সুন্দর পদ্ধতি পাওয়া যায় ।

ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ) বলেন..

❛❛ যে ব্যক্তি চায় আল্লাহ তার অন্তর খুলে দিক
এবং প্রজ্ঞা দান করুক❜❜
সে যেন_
▪️একাকীত্ব বেছে নেয়। (একাকীত্বে ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে)


▪️কম পরিমাণে খায়।

(কম পরিমাণে খাবার খাওয়া অর্থাৎ সুন্নত মোতাবেক খাবার খাওয়া । পেটের এক-তৃতীয়াংশ খাবার খাওয়া, এক-তৃতীয়াংশ পানির জন্য, আর এক তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য । কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে সম্পূর্ণ পেট ভরে খাবার খাই এটা ঠিক নয়)


▪️নির্বোধদের সাহচর্য ছেড়ে দেয়

(যারা অবুজ যাদের বুদ্ধি কম, ভালো-মন্দ বোঝে না তাদেরকে এড়িয়ে চলা)


▪️এমন আলেমদের পরিত্যাগ করে যাদের
মাঝে না আছে ইনসাফ,না আছে শিষ্টাচার।

(এমন আলিম সমাজ অনেক পাবেন যারা মুসলমানকে বিভিন্ন দলে বিভক্ত করতে ব্যস্ত, যাদের মধ্যে করো শিষ্টাচার নেই ,আদর্শ নেই । নবী ও অলিদের বিরুদ্ধাচরণ করে মানুষদের মধ্যে বিবাদ আগায় । নতুন নতুন ফতোয়া দিয়ে মানুষদেরকে ইবাদত থেকে দূরে করে দেয় । এদের মুখে বেদআত ও শিরিকের জিকির থাকে । আর এরা মহিলাদের মতো মাথায় ঘুমটা পরে ঘোরাঘুরি করে । নব আবিস্কৃত একাধিক ফেতনাবাজ দলের আবির্ভাব ঘটেছে । অন্তরের পর্দা হঠাতে চাইলে ফেতনা বাজদের থেকে দূরে থাকতে হবে )

(ইমাম বায়হাক্বীর ‘মানাক্বিবুশ শাফেয়ী’ ৩/১৭২)

ইমাম শাফেয়ী (রহঃ) যে ৪টি মূল্যবান কথা বলেছেন তা হালকা ব্যাখ্যা করে আপনাদের সামনে পেশ করা হল।

Spread the love

Leave a Comment