১৫টি কারণে বিপদ-মুসীবত এসে পড়ে

১৫টি কারণে বিপদ-মুসীবত এসে পড়ে

রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাত যখন পনেরটি বিষয়ে লিপ্ত হয়ে পড়বে তখন তাদের উপর বিপদ-মুসীবত এসে পড়বে।

প্রশ্ন করা হল ইয়া রাসূলাল্লাহ! (সাঃ) সেগুলো কি কি? তিনি বললেনঃ

(১)যখন গানীমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, (২)আমানাত লুটের মালে পরিণত হবে, (৩) যাকাত জরিমানা রূপে গণ্য হবে, (৪)পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, (৫) এবং মায়ের অবাধ্য হবে, (৬) বন্ধুর সাথে ভাল ব্যবহার করবে, (৭) কিন্তু পিতার সাথে খারাপ ব্যবহার করবে, (৮) মসজিদে শোরগোল করা হবে, (৯) সবচাইতে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা, (১০) কোন লোককে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে, (১১) মদ পান করা হবে, (১২) রেশমী বস্ত্র পরিধান করা হবে, (১৩) নর্তকী গায়িকাদের প্রতিষ্ঠিত করা হবে, (১৪) বাদ্যযন্ত্রসমূহের কদর করা হবে , (১৫) এবং এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ব যুগের লোকদের অভিসম্পাত করবে,

তখন তোমরা একটি অগ্নিবায়ু অথবা ভূমিধ্বস অথবা চেহারা বিকৃতির আজাবের অপেক্ষা করবে। (জামে’ আত-তিরমিজি, ২২১০)

এর পরের বর্ননাটিতে গজবের কথা আরেকটু বিস্তারিত এসেছে।

তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে। (তিরমিজি-২২১১)

Spread the love

Leave a Comment