৭ভাগে কুরবানী করলে কি কুরবানি হবে?

প্রশ্নঃ- ৭ভাগে কুরবানী করলে কি কুরবানী শুদ্ধ হবে?

উত্তরঃ- ৭ভাগে কুরবানী করলে শুদ্ধ হবে।
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ : نَحَرْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ
অর্থ: হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমরা নবী (সাঃ) এর সাথে ৭ ভাগে একটি গরু কুরবানী করেছি ।” (সুনানে দারেমী ২৬৪ পৃষ্ঠা: হাদীছ ১৯৯১ নং হাদীছ)

কেও ইচ্ছে করলে একা বা দুজন বা তিনজন একটি গরু,মহিশ,উট কুরবানী করতে পারেন এবং বড় সাইজের পশুতে ৭জন পর্যন্ত কুরবানী দেওয়া যাবে। কিন্তু বর্তমানে কিছু আলেম মানুষদের কাছে ভুল ব্যখ্যা দিয়ে বলছেন, ১টি গরু বা মহিশ বা উটে ৭জন কুরবানী দেওয়া জায়েজ নেয় । তাদের এই কথা শরিয়ত সম্মত না ।

আল্লাহু ও রাসুলুহু আ’লাম

Spread the love

Leave a Comment