মৃতু পরেও যে ব্যক্তি কবরে নেকি পেতে থাকে

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত- রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত ‘আমাল বন্ধ হয়ে যায় তিন প্রকার ‘আমাল ছাড়া। ১. সদাকাহ্‌ জারিয়াহ্‌ অথবা ২. এমন ‘ইল্‌ম যার দ্বারা উপকার হয় অথবা ৩. পুণ্যবান সন্তান যে তার জন্যে দু’আ করতে থাকে। ( সহিহ মুসলিম, হাদিস নং ৪১১৫)।