আঠালো পানি বের হলে গোসল ছাড়া নামাজ পড়া যাবে কি?

জিজ্ঞাসাঃ নামাজের আগে স্বপ্নদোষ হয়নি কিন্তু সাদা সামান্য পরিমাণ আঠালো জিনিস বের হলে কি নামাজ পড়া যাবে গোসল ছাড়া?

জবাব: সাদা সামান্য আঠালো জিনিস বের হলে গোসল ফরজ হয়না। কেনোনা, এটা মযী, যা বের হলে ওযু করতে হয়; গোসল নয়। আর এটা নাপাক বিধায় শরীরে বা কাপড়ে লাগলে ধুয়ে ফেলা আবশ্যক। ‏

সাহল ইবনু হুসাইফ (রাঃ) হতে বর্ণিতো, তিনি বলেছেন, আমার অত্যধিক মযী নির্গতো হতো তাই আমি অধিক গোসল করতাম। অতঃপর আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করি তিনি বলেন, মযী বের হওয়ার পর অযু করাই যথেষ্ট। তখন আমি বলি, ইয়া রাসূলুল্লাহ্! আমার কাপড়ে মযী লাগলে কি করবো? তিনি বলেন, কাপড়ের যে যে স্থানে মযীর নিদর্শন দেখবে, এক আজলা পানি নিয়ে উক্ত স্থান ধুয়ে নিবে, যাতে তা দূরীভূত হয়। (আবু দাউদ ২১০) ❤

Spread the love

Leave a Comment