যে সব কারণে রোযা ভঙ্গ হয় না

যে সব কারণে রোযা ভঙ্গ হয় না হযরত সায়্যিদুনা আবু হুরায়রা ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ থেকে বর্ণিত, তাজেদারে মদীনা হযরত মুহাম্মদ ﷺ ইরশাদ করেন, “যে রোযাদার ভুলবশতঃ পানাহার করেছে, সে যেন তার রোযা পূর্ণ করে। কারণ, তাকে আল্লাহ তাআলা পানাহার করিয়েছে। (সহীহ বোখারী, খন্ড-১ম, পৃ-৬৩৬, হাদীস নং-১৯৩৩) ১. ভুলবশতঃ আহার করলে, পান করলে কিংবা স্ত্রী সহবাস …

Read moreযে সব কারণে রোযা ভঙ্গ হয় না

রোজার নিয়ত ও ইফতারের দোয়া -প্রমানসহ

রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া সকল মুসলমানের মুখস্ত আছে তবু একবার রিভাইস করে নেওয়া উত্তম । তাছাড়া বর্তমান ফিতনার যুগে অনেকেই বলছেন রোজার নিয়ত ও ইফতারের দোয়া বানানো এর কোন অস্তিত্ব নেই এবং এসব করা চলবে না । এর দ্বারা সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছেন ।আজ রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া আপনাদের সামনে …

Read moreরোজার নিয়ত ও ইফতারের দোয়া -প্রমানসহ

লাইলাতুল কদর রাতে যে দুয়াটি বেশি বেশি পড়তে হবে | সবে কদরের দোয়া

লাইলাতুল কদর রাতে যে দুয়াটি বেশি বেশি পড়তে হবে وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ : قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَرَأيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيلَةٍ لَيْلَةُ القَدْرِ مَا أَقُوْلُ فِيهَا ؟ قَالَ: «قُولِي: اَللهم إنَّكَ عَفُوٌ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنّي». رواه الترمذي، وقال: حديث حسن صحيح আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে আরও বর্ণিত, তিনি বলেন, একদা …

Read moreলাইলাতুল কদর রাতে যে দুয়াটি বেশি বেশি পড়তে হবে | সবে কদরের দোয়া