আযানের জওয়াব এবং আযান শেষের দোয়া

আযানের জওয়াব এবং আযান শেষের দোয়া

আব্দুল্লাহ ইবনু আমার ইবনে আস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যখন তোমরা মুআযযিনের আযান শুনতে পাও ,তখন সে যা বলে তোমরা তাই বল, অত:পর আমার উপর দরূদ পাঠ কর,কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে,আল্লাহ তার উপর ১০ বার রহমত বর্ষন করবেন। অত:পর তোমরা আল্লাহর নিকট আমার জন্য ওয়াসীলা নামক স্থানটি চাও কেননা উহা জান্নাতের এমন একটি স্হান, যা আল্লাহর বান্দাদের মধ্যে একজনের জন্য নির্ধারিত, আমার ধারণা, আমিই সে ব্যক্তি, যে ব্যক্তি আমার জন্য উঔ স্হান প্রার্থনা করবে, তার জন্য আমার সুপারিশ ওযাজিব হয়ে যাবে। (হাদীস,মুসলিম, মিশকাত) অন্য বর্ণনায় রয়েছে মুয়াজ্জিন যখন হাইয়া আ-লাস সালাহ এবং হাইয়া আ-লাল ফালাহ বলবে,তখন শ্রোতাকে,’লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ, বলতে হবে! (হাদীস, মুসলিম, মিশকাত)

Spread the love

Leave a Comment