আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের সহজ উপায়

আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের সহজ উপায়:

১) ইসলামের প্রথম শিক্ষা এবং আল্লাহ্ পাকের সন্তুষ্টি ও জান্নাত লাভের প্রথম শর্ত হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বলে ঈমান আনা এবং এর দাবীর উপর অবিচল থাকা।

২) অত্যাবশ্যক পরিমাণ ধর্মীয় বিধিবিধান শিখে নেওয়া এবং সেগুলির উপর আমল করা।

৩) ফরজ ইবাদত সমুহ আদায় করা এবং মানুষের হক গুলো আদায় করা।

৪) আদব-কায়দায় ও স্বভাব-চরিত্রে ভালো থাকা।

৫) কখনো গোনাহ হয়ে গেলে তওবা করা এবং কোনো ব্যক্তির সাথে বাড়াবাড়ি হয়ে গেলে বদলা দিয়ে কিংবা মাফ চেয়ে মিটমাট করা।

৬) দুনিয়ার সবকিছু থেকে আল্লাহ ও তার রাসুলকে অধিক মুহাব্বত করা।

৭) দ্বীনের দাওয়াত, খেদমত ও দ্বীন প্রতিষ্ঠার মেহনতের সঙ্গে যুক্ত থাকা।

৮) সমস্ত গোনাহ বিশেষতো চুরি, ঘুশখোরি, মিথ্যা, ব্যভিচার, অবৈধ ব্যাবসা-বাণিজ্য, হিংসা-পরশ্রীকাতোরতা ইত্যাদি কবীরা গোনাহ সমুহ থেকে বেঁচে থাকা।

৯) তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা এবং প্রতিদিন কিছু পরিমান যিকির ও তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। যেমন কালিমায়ে তামজীদ, তাসবীহে ফাতেমী, দরুদ শরীফ ইত্যাদি পাঠ করা। এর বেশি যিকির করতে চাইলে কোনো যোগ্য হক্বানী রব্বানী শায়েখের পরামর্শ নেওয়া।

১০) আলেম-উলামা, পীর-মাশায়েখ তথা ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা পোষণ করা। তাদেরকে ভালোবাসা এবং তাদের সান্নিধ্য গ্রহণ করা। মূলতো যারা আল্লাহর নেক বান্দাদের সোহবত পায়, ধীরে ধীরে তাদের মাঝে দ্বীনের সব আমলই এসে যায়।

☝আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তাওফীক দান করুন।(আমীন..!)
Dua Mei Yaad Rakhna

Spread the love

Leave a Comment