ঈদের দিনের ১২টি সুন্নত

ঈদের দিনের ১2টি সুন্নত

ঈদ মানে খুশি,ইদ মানে আনন্দ ৷
এই ইদের দিন সকলের যেন আনন্দে কাটে এই দুয়া করি ৷

রমজান শেষে ইদুল ফিতর ৷
এই ইদের দিনে কিছু সুন্নত গুরুত্ব সহকারে পালন করা আমাদের দায়িত্ব ৷ তো চলুন সেগুলি জেনে নেই ৷
১. তাড়াতাড়ি ঘুম থেকে উঠা।

২. মেসওয়াক করা।

৩.গোসল করা।

৪. সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা।

৫. খোশবু (আতর) ব্যবহার করা।

৬. ফজরের নামাজের পর অতি শীঘ্রই (বেশি বিলম্ব না করে) ঈদগাহে উপস্থিত হওয়া।

৭. ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে খোরমা বা অন্য কোন মিষ্ট দ্রব্য খাওয়া।

৮. ঈদুল ফেতরে ঈদগাহে যাওয়ার পূর্বেই সদকায়ে ফিতর আদায় করে দেয়া।

৯. ঈদের নামায ময়দানে বা ঈদগাহে পড়া। কোন অসুবিধা থাকলে বিন্ন ব্যাপার

ওযর বা অসুবিধা বলতে-
অনবরত বৃষ্টি থাকা, অসুস্থতার দরুন দূরের ময়দানে যেতে না পারা ইত্যাদিকে বুঝায়।

১০. ঈদগাহে এক পথে যাওয়া এবং অন্য পথে ফিরে আসা।

১১. ঈদগাহে হেঁটে যাওয়া।

১২. ইদগাহে যাওয়ার সময় তাকবীর পাঠ করা

Spread the love

Leave a Comment