একজন মুমিনের আমল কখন বন্ধ হয়ে যায়?

একজন মুমিনের আমল কখন বন্ধ হয়ে যায়?

উত্তরঃ কেবলমাত্র মৃত্যুর মাধ্যমে একজন মুমিনের আমল বন্ধ হয়ে যায়। মহান আল্লাহ বলেন,

وَٱعۡبُدۡ رَبَّكَ حَتَّىٰ يَأۡتِيَكَ ٱلۡيَقِينُ [الحجر: ٩٩]

“মৃত্যু অবধি আপনি আপনার পালনকর্তার ইবাদত করুন।” (সূরা: হিজাজ-৯৯))

তবে হাদীসে এসেছে,

“মৃত্যু অবধি আপনি আপনার পালনকর্তার ইবাদত করুন।” (সূরা: হিজাজ-৯৯))⏬

📚তবে হাদীসে এসেছে,

إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ.

“মানুষ যখন মারা যায়, তখন তিনটি আমল ব্যতীতো তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়,সাদাক্বায়ে জারিয়াহ, তার রেখে যাওয়া এমন ইলম, যা দ্বারা উপকার সাধিতো হয় এবং এমন সৎ সন্তান, যে তার জন্য দো‘আ করে ” (মুসলিম-৪১১৫)

Spread the love

Leave a Comment