কাজের ফল- শেখ সাদী (রহঃ) এর শিক্ষমূলক গল্প

কাজের ফল

আবদুল একজন কাঠের ব্যবসায়ী,সে ছিল খুব অত্যাচারী ও নিষ্ঠুর এক লোক | জোর করে কোনো ভাবনা চিন্তা না করে সে অন্যের গাছ কেটে নিত । কাঠ কেটে বিক্রি করার সময় দাম নিত অনেক বেশি । কেউ কেউ বলত, আবদুল ভাই, মানুষের মনে কষ্ট দিয়ে এভাবে ব্যবসা করো না। এটা অনেক বড় অপরাধ করছো । গুরুজনেরা উপদেশ দিতেন, নিন্দুকেরা নিন্দা করত । কিন্তু আবদুল কোনোকিছু গ্রাহ্য করত না। সব শুনেও সে কারো কধাকে মূল্যায়ন করত না ।

একদিন একজন তাকে বলল : আবদুল, গরিবদের ওপরে অত্যাচার করো না। এটা ঠিক নয় গো ভাই । গরিবদের চোখের অশ্রুতে যে অভিশাপ দেখছো,মনে রেখ একদিন তার শাস্তি তোমাকে পেতেই হবে ।

আবদুল নির্বিকার,এসব কথা তার কানেই ঢোকে না । বরং সে বিরক্ত হয় ৷ তার পর একদিন তার পাপের ফলসরূপ ঘটলো দুঃখজনক ঘটনা ।

আবদুলের কাঠের দোকানে আগুন লাগল । দাউ দাউ করে আগুনের শিখা ছড়িয়ে পড়ল চতুর দিকে । আবদুলের সমস্ত কাঠ পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু আবদুলের এই দুঃখে কেউ সমব্যথী হল না,কেউ এসে তার পাশে দাড়াল না। আবদুল বুক চাপড়ে হায় হায় করতে লাগল । হায়,আমার কী হল! এখন আমার কি হবে,আমার সব পুড়ে ছায় হয়ে গেল ।

উপদেশ দাতাতের মধ্যে থেকে একটি লোক আবদুলের কাছে এসে বলল : আবদুল, মনে রেখো তুমি এতদিন অত্যাচারের আগুন জ্বালিয়েছিলে মানুষের মনে, সেই আগুনেই
সব পুড়ে ছাই হয়ে গেল । অত্যাচারী ব্যক্তি কখনও সুখী হতে পারে না। তাকে একদিন শাস্তি ভোগ করতেই হয় । এটা তোমার পাপের ফল ।

শিক্ষাঃ-

(১) যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে ।

(২) কাওকে কষ্ট দিলে তার অভিসাপ এসে লাগে নিজের গায়ে ।

(৩) বড়রা উগদেশ দিলে তা গ্রহন করতে হয় ।

(৪) পাপের উপার্জন নষ্ট হয়ে যায় কিন্তু পাপ রয়ে যায় ।

Spread the love

Leave a Comment