কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত সমূহ কি কি?

প্রশ্নঃ-কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত সমূহ কি কি?

উত্তরঃ- শর্ত পাওয়া গেলেই আমাদের উপর কুরবানী ওয়াজিব হবে।

যেমনঃ-
(ক) কুরবানীর দিন মালিকে নেসাব হওয়া। গরীবের উপর কুরবানী ওয়াজিব নয়।


(খ) সুস্থ মস্তিষ্ক ব্যক্তি হওয়া। বিকৃত মস্তিষ্ক পাগলের উপর কুরবানী ওয়াজিব নয়।


(গ) স্বাধীন ব্যক্তি হওয়া।দাস- দাসির উপর কুরবানী ওয়াজিব নয়।


(ঘ) মুসলমান হওয়া। অমুসলমানের উপর কুরবানী ওয়াজিব নয়


(ঙ) বালেগ হওয়া। ফতোয়া কাজেখানের মতে বালেগ হওয়া শর্ত। নাবালকের উপর কুরবানী ওয়াজিব নয়।


(চ) মুকিম হওয়া। কাজই মুসাফিরের উপর কুরবানী ওয়াজিব নয়।
এই হলো কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত সমূহ।

Spread the love

Leave a Comment