ছেলে এবং মেয়ে কখন বালেগ হয়?

ছেলে এবং মেয়ে কখন বালেগ হয়?

প্রশ্নঃ শরিয়তের বিধানমতে ছেলে এবং মেয়ে কখন বালেগ (সাবালক) হয়?

উত্তর ১৩৬– ছেলের ১২ বছর এবং মেয়ের ৯ বছর হয়ে গেলে এবং আলামত পাওয়া গেলে শরিয়তের বিধান মতে ছেলে মেয়ে উভয়েই সাবালগ/সাবালেগা হতে পারে এবং আলামত পাওয়া না গেলে উভয়ের ক্ষেত্রে ১৫ বৎসর বয়সে ছেলে মেয়েকে বালেগ-বালেগা বলে গণ্য করতে হবে।

Spread the love

Leave a Comment