বাড়িতে টিকটিকি থাকলে ২টি কাজ করুন-Best Bangla Islamic Post

বাড়িতে টিকটিকি থাকলে ২টি কাজ করুন

টিকটিকি অনিষ্ঠকারী প্রাণী, মানুষের প্রতি চরমহিংসা-বিদ্বেষ রাখে । আপনি জানলে আরো অবাক হবেন যে, টিকটিকি মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন পরিকল্পনা করে থাকে । শয়তানের কথামতো টিকটিকি চলাফেরা করে ।

যে বাড়িতে টিকটিকি আছে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, বইয়ের উপর, টেবিলের উপর, চেয়ারের ওপর এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মল ত্যাগ করে । আরেকটা আশ্চর্য কথা হল, টিকটিকির মূল টার্গেট হলো খাবার নষ্ট করা ।

ইবনে মালিক বলেন: এর নেশা হল, খাবার নষ্ট করা। বিশেষ করে লবণ। যদি সে পর্যন্ত পৌঁছানোর রাস্তা না পায় তাহলে ঘরের কোঠায় (ছাদে) উঠে যায় এবং তার ঠিক নিচ বরাবর বিষ্ঠা নিক্ষেপ করে। হাদিসের বিবরণ থেকে বুঝা যায়, এটি সৃষ্টিগতভাবে ক্ষতিকারক। (মিরকাতুল মাফাতিহ ৭/২৬৭১)

এটি যে নিকৃষ্ট স্বভাবের প্রাণী তা বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে, যখন ইবরাহীম (আঃ)কে নমরুদ আগুনে নিক্ষেপ করার জন্য বিশাল অগ্নিকুণ্ড বানিয়েছিল তখন সে আগুনে ফুঁ দিয়েছিলো। (সহিহ বুখারি)

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কারো সাথে, গুরুত্বপূর্ণ কথা বললে বা মনোযোগ দিয়ে কিছু করলে ঘনঘন টিকটিক করে শব্দ করে । এর দ্বারা সে বিরক্ত করার চেষ্টা করে । যাতে অমনোযোগ হয়ে মানুষ ভুল করে ।

এর লেজে মাদকতা রয়েছে। নেশাখোররা এর লেজ আগুনে পুড়িয়ে নেশা করে। এটি একদিকে নানাভাবে মানুষের জন্য ক্ষতিকর অন্য দিকে মরণ ব্যাধি নেশার উৎস।

তাই যে ঘরে টিকটিকি আছে বা সন্ধ্যা লাগলে এসে ভিড় জমাই । সেই বাড়ির লোকদেরকে ২টি কাজ করা উচিত ।

(১) টিকটিকি মেরে ফেলা

ফাকিহা ইবনুল মুগীরার মুক্তদাসী সাইবা থেকে বর্ণিতঃ তিনি আয়েশা (রাঃ)-র নিকট প্রবেশ করে তার ঘরে একটি বর্শা রক্ষিত দেখতে পান। তিনি জিজ্ঞেস করেন, হে উম্মুল মুমিনীন! আপনারা এটা দিয়ে কী করেন?

অম্মাজান আয়েশা (রাঃ) বলেন, আমরা এই বর্শা দিয়ে এসব টিকটিকি হত্যা করি। কারণ আল্লাহর নবী (সাঃ) আমাদের অবহিত করেছেন যে, ইবরাহীম (আঃ)- কে যখন অগ্নিকুন্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী ছিলো না, যারা আগুন নিভাতে চেষ্টা করেনি, টিকটিকি ব্যতীত।

সে বরং আগুনে ফুঁ দিয়েছিল। তাই রাসূলুল্লাহ (সাঃ) এটিকে হত্যা করার নির্দেশ দেন। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩২৩১,মুসনাদে আহমাদ, হাদীস নং-২৪৫৩৪)

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ প্রথম আঘাতে যে ব্যক্তি টিকটিকি মেরে ফেলবে, তার জন্য রয়েছে এত এত পরিমাণ সাওয়াব। আর যে ব্যক্তি দুই আঘাতে তাকে মেরে ফেলবে, তার জন্য এত এত পরিমান সাওয়াব, প্রথমবারের চাইতে কম। আর যদি তৃতীয় আঘাতে মেরে ফেলে, তা হলে তার জন্য এত এত পরিমাণ সাওয়াব তবে দ্বিতীয়বারের চাইতে কম। (সহীহ মুসলিম,হাদীস নং-৫৬৫১ ৫৯৮৩-৫৯৮৪ নং)

রাসূল (সাঃ) টিকটিকি মারার আদেশ দিয়েছেন এবং একে ‘অন্যায়-অনিষ্টকারী’ বলে অভিহিত করেছেন।” (মুসলিম, মিশকাত হা/৪১২০)।

অনেকেই গিরগিটি (ডাহিন) মারতে বলেন। এটা ঠিক নয়। কারণ হাদিসে وزغ শব্দ এসেছে যার অর্থ টিকটিকি।‘আল-ওয়াযাগ’ (اَلْوَزَغُ) শব্দের উর্দু অনুবাদ ‘ছিপকালী’ এর অর্থ টিকটিকি। (অভিধান:- ফ‘রহঙ্গ-ই-রববানী; পৃঃ ২৬০) আর গিরগিটির আরবি হ’ল حرباء (আল-মুনজিদ, পৃ: ১২৫)।

বিপদ থেকে বাঁচতে ও নেকি অর্জন করতে হলে, বসবাসের ঘরে টিকটিকি আস্তে দেওয়া যাবে না আসলে অবশ্য মেরে ফেলতে হবে ।

কাজের ফল- শেখ সাদী (রহঃ) এর শিক্ষমূলক গল্প

(২) খাবার জিনিসগুলো ঢেকে রাখ

খাবার জিনিসগুলো সর্বদাই ঢেকে রাখতে হবে, কারণ টিকটিকির বসবাস, ঘরের মধ্যে হয়ে থাকে ।আর তাদের পরিকল্পনা মানুষের ক্ষতি করা । আপনার অনুপস্থিতিতে কোনোদিক থেকে এসে যদি খাবারের মলত্যাগ করে দেয় আর তা খাবারের সঙ্গে মিশে যাই তাহলে আপনি বড় বিপদে পড়ে যাবেন ।

মাঝে মাঝে অনেকের পেটের সমস্যা হয়, খাবার ঠিক আছে তবুও পেট খারাপ হয়ে যায়, শরীর খারাপ করে । ইত্যাদি বহু সমস্যা হয়ে থাকে । হতে পারে খাবারের উপর টিকটিকির মলত্যাগের ফলে এমন হয়েছে ।

এছাড়া আরশোলা, ইঁদুরও ক্ষতিকর । ঘরে কোন ভাবে এদেরকে বাসা বাঁধতে দেওয়া যাবে না । ক্ষতির সম্ভাবনা থাকলে আপনি এগুলোকেও মেরে ফেলতে পারেন ।

বিস্তারিত আরো জানতে ভিডিওটি দেখুন

madina786 YouTube Channel

আমাদের ইংরেজি Site ভিজিট করুন- imuadvice.com

FAQs

  • টিকটিকি মারা কি জায়েজ?

    উত্তরঃ- জি টিকটিকি মারা জায়েজ এবং সওয়াবের কাজ ।

  • টিকটিকি মারলে নাকি অনেক সওয়াব কথাটা কতটুকু সত্য?

    উত্তরঃ- আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ প্রথম আঘাতে যে ব্যক্তি টিকটিকি মেরে ফেলবে, তার জন্য রয়েছে এত এত পরিমাণ সাওয়াব। আর যে ব্যক্তি দুই আঘাতে তাকে মেরে ফেলবে, তার জন্য এত এত পরিমান সাওয়াব, প্রথমবারের চাইতে কম। আর যদি তৃতীয় আঘাতে মেরে ফেলে, তা হলে তার জন্য এত এত পরিমাণ সাওয়াব তবে দ্বিতীয়বারের চাইতে কম। (সহীহ মুসলিম,হাদীস নং-৫৬৫১ ৫৯৮৩-৫৯৮৪ নং)

  • টিকটিকি না কি গিরগিটি মারতে হয়?

    উত্তরঃ- অনেকেই গিরগিটি (ডাহিন) মারতে বলেন। এটা ঠিক নয়। কারণ হাদিসে وزغ শব্দ এসেছে যার অর্থ টিকটিকি।‘আল-ওয়াযাগ’ (اَلْوَزَغُ) শব্দের উর্দু অনুবাদ ‘ছিপকালী’ এর অর্থ টিকটিকি। (অভিধান:- ফ‘রহঙ্গ-ই-রববানী; পৃঃ ২৬০) আর গিরগিটির আরবি হ’ল حرباء (আল-মুনজিদ, পৃ: ১২৫)।

  • টিকটিকি মারলে কি ক্ষতি হয়?

    উত্তরঃ- টিকটিকি মারলে ক্ষতি হয়না বরং উপকার হয় ।

Spread the love

Leave a Comment