নিজের সন্তানকে পাঁচটি বাক্য কখনো বলবেন না ।

আসসালামু আলাইকুম
নিজের সন্তানকে পাঁচটি কথা কখনো বলবেন না নচেৎ সে সন্তান অবাধ্য হতে পারে এবং সে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে তো চলুন সে পাঁচটি কথা কি কি তা আমরা জেনে নেই’

১- ওটা করিস না:-
ছোট বাচ্চারা বাড়ির বড়দের দেখা দেখি অনেক কিছু করার চেষ্টা করে যেমন ধরুন কেউ নামাজ পড়ছে সে পাশে গিয়ে সিজদা দেয় কেউ কোরআন পড়ছে সে পাশে গিয়ে একটা বই খুলে বসে যায় অথবা ছোট বাচ্চারা যখন মক্তবের দিকে যায় তখন সেও যাওয়ার চেষ্টা করে ইত্যাদি বহু জিনিস ছোট বাচ্চারা বড়দের দেখাদেখি করে থাকে সেই ক্ষেত্রে যদি ছোট বাচ্চা ভুল না করে থাকে তাহলে তাকে বাধা না দেওয়াই ভাল হবে যদি সঠিক কিছু করে থাকে আর বাবা অথবা মা বলে থাকে ওটা করিস না এতে ছোট বাচ্চার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় তার মনে ।

২- তুই ভালো ছেলে নয়:-
ছোট বাচ্চা অনেক কিছু করতে চাই খেলাধুলা করতে ভালোবাসে বাড়ির অনেক জিনিসপত্র নষ্ট করে দেয় এমনই বহু ঘটনা ঘটিয়ে থাকে শুধু আপনার বাচ্চা নয় পৃথিবীর সকল বাচ্চাই এমন হয়ে থাকে তাই তার মুখের সামনে কোনভাবেই যেন এ কথা বলবেন না যে তুই ভালো ছেলে নয় এমন কথা বললে ছোট শিশুর মনে আঘাত লাগে সে কষ্ট পায় সে ভাবতে থাকে আমার মা যখন বলেছে আমার বাবা যখন বলেছে তখন সত্যিই মনে হয় আমি ভালো ছেলে নয় এর মাঝেই সে আরো দুষ্টামি করতে শুরু করে যদি আপনি তাকে বলতেন তুই খুব ভালো ছেলে এমন করলি লোকে কি বলবে ভালো ছেলেরা তো এমন করে না আর এমন করিস না দেখবেন সে খুব সহজেই আপনার কথাটি মেনে নেবে।

৩- তুই পারবি না
ছোট বাচ্চা অনেক কিছুই করতে চাই কারো কাছে কিছু দেখলেই সে বাড়ি এসে নিজে চেষ্টা করে এতে ছোট শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধি পায় ফলে তার কোন প্রচেষ্টাই কখনোই এটা বলবেন না যে তুই পারবি না একথা শুনে সে মানসিক দিক থেকে দুর্বল হয়ে যায়

৪-তুই ওর মতো হতে পারিস না?
একটা শিশুর জন্য সবচেয়ে খারাপ অনুভূতি হচ্ছে যখন তাকে তাঁর সহদর বা অন্য কোন শিশুর সাথে তুলনা করে বলা হয় যে, “তুমি ওর মতো হতে পারোনা”! এটা করা ঠিক নয়। এতে শিশুর মনোবল নষ্ট হয় এবং যার সাথে তুলনা করা হচ্ছে তার প্রতিও হিংসা সৃষ্টি হয়। প্রতিটা শিশুই অনন্য, তার সেই অনন্যতাকে ভালোবাসা এবং বিকশিত হতে সাহায্য করার প্রথম দায়িত্ব বাবা-মায়ের।

৫- আমাকে বিরক্ত করিস না :-
ছোট শিশুরা দিনের অনেক অভিযোগ বাবা অথবা মা কে বলে থাকে কেউ তাকে আঘাত করলে তাও বাবা অথবা মা কে এসে বলে সে কোথাও যেতে চাইলে বাবা অথবা মা কে বলে এমনই অনেক বিষয়ে সন্তান যদি আপনার সামনে কিছু কথা বলে থাকে তাহলে সে কি বলছে সেটি ভালোভাবে সোনা বাবা মায়ের দায়িত্ব এমন সময় কখনোই বলবেন না আমাকে বিরক্ত করিস না হতে পারে আপনার সন্তান এমন কিছু বলতে চাইছিল যা না শোনার কারণে আপনার ছেলে কষ্টের সম্মুখীন হতে পারে
ফলের সকল পিতা মাতার দায়িত্ব কখনোই যেন তারা নিজের সন্তানকে 5 ধরনের বাক্য না বলে এতে সন্তান মানসিক দিক থেকে দুর্বল হয়ে যেতে পারে নিয়মিত এমন বলতে থাকলে একদিন সেই ছেলে সত্যি সত্যি দুষ্টু হয়ে যাবে তাই শিশুকে লালন পালন করা মানুষের মত মানুষ বানানো একজন পিতা মাতার দায়িত্ব ছোট বাচ্চাদের যত উৎসাহ দেবেন তাদের চাহিদার ওপরে সাহায্য করবেন সে সন্তান বড় হবে মানুষের মত মানুষ হবে !

Spread the love

Leave a Comment