প্রকৃত অর্থে ধনী কে?

ঈসা রুহুল্লাহ (আলাইহিস সালাম) এর অনুসারীরা প্রশ্ন করল, হে ঈসা আলাইহি সালাম! আমরা যেভাবে মাটিতে হাঁটি আপনি সেভাবে পানিতে হাঁটেন। কিন্তু আমরা কেন এটা করতে অক্ষম? তিনি তাদেরকে প্রশ্ন করলেন– তোমাদের নিকট দিরহাম ও দীনারের গুরুত্ব কেমন? তারা বলল- অনেক বেশি। তিনি বললেন– আমার নিকট দিরহাম ও দীনার আর মাটির স্তুপ সমান মর্যাদা রাখে। -ইহইয়াউল উলুম।

প্রকৃত অর্থে ধনী কে?

মূলত ইমানের সম্পদ যার মধ্যে রয়েছে সেই হল প্রকৃত অর্থে ধনী । অর্থ ও সম্পদ আল্লার দেওয়া রিজিক যা চিরদিন কাছে থাকেনা, তবে আল্লাহ যতদিন চান । যতদিন রিজিক আছে সঠিক পথে ব্যায় করতে হবে । দুনিয়াবী সম্পদ অর্জনে মানুষের কাছে ধনী হতে পারে কিন্ত প্রকৃত অর্থ সে ধনী নয় । ইমানের সম্পদই হল- মূল ধন বা সম্পদ যা দ্বারা জান্নাজ ক্রয় করার যায় ।

Spread the love

Leave a Comment