যাদের জন্য ফিরিশতারা মাগফিরাতের দুআ করে

যাদের জন্য ফিরিশতারা মাগফিরাতের দুআ করে

রুগি দেখতে যাওয়া, রুগীর সেবা (শুশ্রুষা) করা- এক মুসলিমের উপর অপর মুসলিমের হক। এর ফযিলত অনেক বেশি । যে ব্যক্তি রুগী দেখতে যায় তার জন্য ফেরেস্তাগণ মাগফিরাতের দুআ করেন ।

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতো, রাসূলুল্লাহ্ (সাঃ) ইরশাদ করেছেন- এক মুসলিমের উপর অপর মুসলিমের ছয়টি হক রয়েছে । সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কী সেই হক গুলো? তখন রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন-

যখন তাঁর সাথে দেখা হবে সালাম দেবে,দাওয়াত করলে দাওয়াত কবুল করবে,তোমার কাছে উপদেশ-পরামর্শ চাইলে কল্যাণকামিতার সাথে উপদেশ-পরামর্শ দেবে,হাঁচির পর আলহামদু লিল্লাহ বললে এর জবাব দেবে (ইয়ারহামুকাল্লাহ বলবে), যখন অসুস্থ হবে তাকে দেখতে যাবে, ইয়াদাত (শুশ্রাষা) করবে। মৃত্যুবরণ করলে জানাযা-দাফনে শরীক হবে। (সহীহ মুসলিম, হাদীস ২১৬২)

হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতো, রাসূলুল্লাহ্ (সাঃ) ইরশাদ করেছেন- ব্যক্তি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সে আল্লাহর রহমতের মাঝে প্রবেশ করে। আর যখন (তাঁর পাশে) বসে তখন সে রহমতের মাঝে ডুব দেয়। (মুসান্নাফে ইবনে আবি শাইবা-১০৮৩৪; মুসনাদে আহমাদ-১৪২৬০)

হযরত হাসান ইবনে আলী (রাঃ) অসুস্থ হলে হযরত আবু মূসা আশআরী (রাঃ) একবার তাঁকে দেখতে গেলেন। তখন হযরত আলী (রাঃ) বললেন, আপনি কি বেড়ানোর উদ্দেশে এসেছেন, নাকি রুগী দেখতে এসেছেন? তখন তিনি উত্তরে বললেন, বরং রুগী দেখতে এসেছি। তখন হযরত আলী (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে শুনেছি-

কেউ যদি সকালে কোনো অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নিতে যায় তাঁর সাথে সত্তর হাজার ফিরিশতা সঙ্গ দেয় এবং সন্ধ্যা পর্যন্ত তাঁর জন্য ইস্তিগফার করতে থাকে এবং জান্নাতে তার একটি বাগান লাভ হয়। আর যদি সন্ধ্যায় রুগী দেখতে যায় তাহলে সত্তর হাজার ফিরিশতা তাঁর সঙ্গ দেয় এবং সকাল পর্যন্ত তাঁর জন্য ইস্তিগফার করতে থাকে। আর জান্নাতে সে একটি বাগানের অধিকারী হয়। (মুসনাদে আহমাদ ৯৭৫,জামে তিরমিযী ৯৬৯,মুসতাদরাকে হাকেম, হাদীস ১২৬৪)

আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝার তাওফিক দান করেন- আমিন

Spread the love

Leave a Comment