বয়স যত-ই হোক চেহরা বাচ্চাদের মত লাগবে, সুন্দর আমল

বয়স যত-ই হোক চেহরা বাচ্চাদের মত লাগবে, তার জন্য সুন্দর আমল

হজরত খাজা সামসুদ্দিন এর লিখা “রুহানী এলাজ” গ্রন্থ হতে আমলটি সংগৃহীত ৷হজরত খাজা সামসুদ্দিন এই আমলটির জন্য অনুমতি দিয়েছেন, তার জন্য একটি কাজ করতে হবে,তাহলে এই আমলের জন্য অনুমতি নেওয়া হয়ে যাবে ৷


হজরত খাজা সামসুদ্দিন বলেন এই কিতাব “রুহানী এলাজ” এ যত আমল আছে সব গুলি আমল করতে অনুমতি নেওয়ার জন্য – প্রথমে ১১ বার দরুদ শরীফ তার পর ১০১ বার بسم الله الواسع جلَّ جلاله (বিসমিল্লহিল ওসিয়ু জাল্লা জালালুহু) তার পর শেষে ১১ দরুদ শরীফ পড়ে হাতে ফুঁ দিয়ে মাসাহ করে নিতে হবে, তাহলে অনুমতি নেওয়া হয়ে যাবে ৷ যে আমলটি করলে চেহরা বাচ্চাদের মত দেখাবে যেই আমলটি করা একটু কঠিন তার সাথে সাথে ধৈর্য ধারণ করা অতি প্রয়োজন ৷ তো চলুন কথা না বাড়িয়ে আমলটি নিয়ে আলচনা করি ৷

আমলটি হল-

প্রতিদিন সুর্য ওঠার পূর্বে (অর্থাৎ- ফজর নামাজের পর এবং রাত্রে ঘুমানোর পূর্বে উজু অবস্থায় এই আমলটি করতে হবে ৷ “প্রথমে ১বার যে কোনো দরুদ শরীফ তার পর ১০০০ (এক হাজার বার) يا شا في (ইয়া শাফী) পড়ে দুই হাতের তালুতে ফু দিয়ে মুখে মাসাহ করে নিতে হবে ৷ এই আমলটি ৩-৬ মাস নিয়মিত করতে হবে ৷

কেও যদি ১০০০ বার না পড়তে পারেন তার চেয়ে কম পড়েন তবুও তুলনামূলক  কম হলেও ফল পাবেন -ইন শা আল্লাহ ৷

আপনারা যদি নিয়মিত আমলটি করতে চান তাহলে কিছু কথা মনে রাখতে হবে ৷

  • হালাল রুজি খেতে হবে
  • পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে৷
  • পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ৷

এই সব দিক লক্ষ্য করে আমল করলে ইন শা আল্লাহ অনেক ফল পাবেন ৷
আমলটি ভালোলাগলে বন্ধুদের সঙ্গে শিয়ার করতে ভুলবেন না ৷

এবার পড়ুন-

Spread the love

1 thought on “বয়স যত-ই হোক চেহরা বাচ্চাদের মত লাগবে, সুন্দর আমল”

Leave a Comment