মাগো তুমি চলে গেলে- গজল লিরিক্স

যাদের মা পৃথিবী থেকে পরকাল গমন করেছেন তাদের দুঃখ অনেক বেশি । যারা মায়ের মূল্য বুঝেনা অযাথা তাকে কষ্ট দেই তারাও একদিন মায়ের ব্যাথায় কাতর হয়ে যায় । তখন আর মা পৃথিবীতে থাকে না । যাদের মায়ের কথা খুব মনে পড়ে তাদের জন্য এই গজলটি-

মাগো তুমি চলে গেলে
ছেড়ে দুনিয়া ।
মাগো তুমি চলে গেলে
ছেড়ে দুনিয়া ।
কেমন করে থাকবো বলো
আমি একেলা ।ঐ

কতো আদর যত্নে তুমি
রেখে রেখেছিলে মা
রাখতে শীতল আঁচল তলে
কষ্ট দিতে না ।

সেই তুমি আজ……
সেই তুমি আজ আমাই ছেড়ে
কতো দুরে মা ।ঐ

ঘরটা ছিলে আলো করে .
আঁধার করে চলে গেলে
তুমি ছাড়া শূন্য মাগো
যেদিক দেখি আঁখি মেলে ।
কষ্টে মাগো……..
কষ্টে মাগো বুক ফেটে যাই
সইতে পারি না- ঐ

দেরি হলে ফিরতে রাতে
থাকতে মাগো পথটা চেয়ে
করতে শাশন বলতে তবু
আই খোকা আই, আই নে খেয়ে
এখন কেও আর……
এখন কেও আর তোমার মতো
খেয়াল রাখে না ঐ

দু চোখ বেয়ে অশ্রু ঝরে
মা তোমাই খুব মনে পড়ে
তোমার খোকা একলা যে খুব
ভেঙে পড়ে অল্প ঝড়ে
মাগো তোমাই…..
মাগো তোমাই আর কভু কি
দেখতে পাবো না ঐ

আসিক ফইসাল

Spread the love

Leave a Comment