মুহাম্মাদ (সঃ)-এর #Six_Pack ছিল কী.? | মিজানুর রহমানের মিথ্যাচারের জবাব

মুহাম্মাদ (সঃ)-এর #Six_Pack ছিল কী.?
.
আমরা সকলেই জানি six pack বলতে কী বোঝায়.! কোনো মানুষের শরীরে সিক্স প্যাক তৈরি করতে হলে, তাকে অবশ্যই নিয়মিত প্রোটিন(অ্যামাইনো এসিড) জাতীয় খাবার ও পাশাপাশি ফ্যাট(ফ্যাটি এসিড) যুক্ত খাবার বেশি-বেশি খেতে হবে এবং সকাল-বিকাল জীম করতে হবে.!
.
এবার আসুন, আমরা কয়েকটি হাদিস পড়ি-
.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، عَنْ هِلاَلِ بْنِ خَبَّابٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَبِيتُ اللَّيَالِيَ الْمُتَتَابِعَةَ طَاوِيًا وَأَهْلُهُ لاَ يَجِدُونَ عَشَاءً وَكَانَ أَكْثَرُ خُبْزِهِمْ خُبْزَ الشَّعِيرِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত-
তিনি বলেন, মুহাম্মাদ (সঃ) ও তার পরিবার-পরিজন একাধারে কয়েক রাত ক্ষুধার্ত অবস্থায় কাটিয়ে দিতেন.! তাদের জন্য রাতের খাবার জুটত না.!😢

-সূনান ইবনে মাজাহ, হাদিস নং ৩৩৪৭ ; সূনান তিরমিযী, হাদিস নং ২৩৬০(তাহকীককৃত); সহীহ শামায়েলে তিরমিযী, হাদিস নং ১০৯; মুসনাদে আহমদ, হা/২৩০৩; মুসনাদুল বাযার, হা/৪৮০৫; মুজামুল কবীর, হা/১১৭৩৩
[#তাহক্বীক যুবাইর আলী যাঈ- হাসান] [#তাহক্বীক আলবানী- হাসান]
.
এই হাদিসটি ইমাম তিরমিযী (রহঃ) বর্ণনা করার সময় যে পরিচ্ছেদ রচনা করেন তা হচ্ছে-
باب مَا جَاءَ فِي مَعِيشَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَهْلِهِ
–অর্থাৎ নবী (ﷺ) ও তার পরিবারের জীবন-যাপন প্রসঙ্গে-!!
.

একটি মর্মান্তিক-দুঃখজনক হাদিস দেখুন-
.
حَدَّثَنَا عَمْرُوْ بْنُ عَوْنٍ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ عَنْ إِسْمَاعِيْلَ عَنْ قَيْسٍ قَالَ سَمِعْتُ سَعْدًا يَقُوْلُ إِنِّيْ لَاوَّلُ الْعَرَبِ رَمَى بِسَهْمٍ فِيْ سَبِيْلِ اللهِ وَكُنَّا نَغْزُوْ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَا لَنَا طَعَامٌ إِلَّا وَرَقُ الشَّجَرِ حَتَّى إِنَّ أَحَدَنَا لَيَضَعُ كَمَا يَضَعُ الْبَعِيْرُ أَوْ الشَّاةُ مَا لَهُ خِلْطٌ…

কায়েস (রহ.) হতে বর্ণিত- তিনি বলেন,
আমি সা‘দ (রাঃ)-কে বলতে শুনেছি যে, আরবদের মধ্যে আমিই সেই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় প্রথম তীর নিক্ষেপ করেছি.!
আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে থেকেই যুদ্ধ করেছি.!
তখন গাছের পাতা ছাড়া আমাদের কোন খাবার ছিল না.!
এমনকি আমাদেরকে উট অথবা ছাগলের মত বড়ির ন্যায় মল ত্যাগ করতে হত.!😥
–বুখারী, হাদিস নং ৩৭২৮ (তাওহীদ পাবলিকেশন্স)
(আধুনিক প্রকাশনীঃ ৩৪৪৯, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩৪৫৭)

অর্থাৎ ইমাম তিরমিযী বোঝাচ্ছেন, মুহাম্মাদ (সঃ) এর ঘরে, অধিকাংশ সময় খাবারই থাকতো না.!
.
এবার এই হাদিসটি পড়ুন-

وَعَن جَابِرٍ رضي الله عنه، قَالَ: إنَّا كُنَّا يَوْمَ الْخَنْدَقِ نَحْفِرُ، فَعَرَضَتْ كُدْيَةٌ شَدِيدَةٌ، فَجَاؤُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَوا: هَذِهِ كُدْيَةٌ عَرَضَتْ في الخَنْدَقِ . فَقَالَ: «أنَا نَازِلٌ » ثُمَّ قَامَ، وَبَطْنُهُ مَعْصُوبٌ بِحَجَرٍ، وَلَبِثْنَا ثَلاَثَة أيّامٍ لاَ نَذُوقُ ذَوَاقاً فَأخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم المِعْوَلَ، فَضَرَبَ فَعَادَ كَثِيباً أهْيَلَ أَو أهْيَمَ، فَقُلتُ: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، ائْذَنْ لِي إِلَى البَيْتِ، فَقُلتُ لامْرَأتِي: رَأيْتُ بالنَّبيِّ صلى الله عليه وسلم شَيئاً مَا في ذَلِكَ صَبْرٌ فَعِنْدَكِ شَيْءٌ ؟ فَقَالَت: عِنْدي شَعِيرٌ وَعَنَاقٌ، فَذَبَحْتُ العَنَاقَ وَطَحَنْتُ الشَّعِيرَ حَتَّى جَعَلْنَا اللَّحْمَ في البُرْمَةِ، ثُمَّ جِئْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم…
অর্থাৎ
জাবের রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন-
খন্দক যুদ্ধের সময় আমরা পরিখা খনন করছিলাম, সেই সময় এক খন্ড কঠিন পাথর বেরিয়ে এলে, সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, ‘খন্দকের মধ্যে এক খন্ড পাথর বেরিয়েছে’
এ কথা শুনে মুহাম্মাদ (সঃ) বললেন, ‘‘আমি নিজে খন্দকে অবতরণ করব’’ অতঃপর তিনি দাঁড়ালেন- সে সময়ে তাঁর পেটে একটি পাথর বাঁধা ছিল.!😥
আর আমরাও অনাহারে ছিলাম; ৩ দিন কোন কিছুই খাইনি.!

–মুসনাদে আহমাদ হা/১৩৭৯৯, ১৩৮০৯, ১৪৬১০; সূনান দারেমী হা/৪২; রিয়াযুস স্বলিহীন হা/৫২৫ [#তাহক্বীক আলবানী- সহীহ্]
.
.
ইমাম নববী এই হাদিসটি রিয়াযুস স্বলিহীন হা/৫২৫ এ উল্লেখ করার সময়, অধ্যায় লিখেছেন- بَابُ فَضْلِ الْجُوْعِ وَخُشُوْنَةِ الْعَيْشِ وَالْاِقْتِصَارِ عَلَى الْقَلِيْلِ مِنَ الْمَأْكُوْلِ وَالْمَشْرُوْبِ وَالْمَلْبُوْسِ وَغَيْرِهَا مِنْ حُظُوْظِ النَّفْسِ وَتَرْكِ الشَّهَوَاتِ
অর্থাৎ উপবাস, রুক্ষ ও নীরস জীবন যাপন করা, পানাহার ও পোশাক ইত্যাদি মনোরঞ্জনমূলক বস্তুতে অল্পে তুষ্ট হওয়া..😢
.
অর্থাৎ হাদিস ২টিতে আমরা ধারণা পেলাম, মুহাম্মাদ (সঃ)-অধিকাংশ সময় অনাহারে থাকতেন.!
.
আরও কিছু হাদিস দেখুন-
.
قُتَيْبَةُ عَنْ مَالِكٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ قَالَ أَبُو طَلْحَةَ لِأُمِّ سُلَيْمٍ لَقَدْ سَمِعْتُ صَوْتَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ضَعِيفًا أَعْرِفُ فِيهِ الْجُوعَ فَهَلْ عِنْدَكِ مِنْ شَيْءٍ فَقَالَتْ نَعَمْ فَأَخْرَجَتْ أَقْرَاصًا مِنْ شَعِيرٍ ثُمَّ أَخَذَتْ خِمَارًا لَهَا فَلَفَّتْ الْخُبْزَ بِبَعْضِهِ ثُمَّ أَرْسَلَتْنِي إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَذَهَبْتُ فَوَجَدْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ وَمَعَهُ النَّاسُ فَقُمْتُ عَلَيْهِمْ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَرْسَلَكَ أَبُو طَلْحَةَ فَقُلْتُ نَعَمْ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم……
অর্থাৎ
একদা আবূ ত্বলহা (রাঃ) উম্মু সুলায়ম (রাঃ)-কে বললেন,
আমি রাসূলুল্লাহ্ (সঃ)-এর দুর্বল আওয়াজ শুনতে পেলাম, যার ফলে আমি বুঝলাম তিনি ক্ষুধার্ত.! তোমার কাছে কি কিছু আছে.? উম্মু সুলায়ম (রাঃ) বললেন, হ্যাঁ.! তখন তিনি কয়েকটি যবের রুটি বের করলেন, এরপর তাঁর ওড়নাটি নিলেন এবং এর একাংশে রুটিগুলি পেঁচিয়ে নিলেন.!
আনাস (রাঃ) বলেন, এরপর তিনি আমাকে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট পাঠিয়ে দিলেন.!
–বুখারী, হাদিস নং ৬৬৮৮ (তাওহীদ পাবলিকেশন্স)
.
عَمْرُوْ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا أَبُوْ عَاصِمٍ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِيْ سُفْيَانَ أَخْبَرَنَا سَعِيْدُ بْنُ مِيْنَاءَ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ لَمَّا حُفِرَ الْخَنْدَقُ رَأَيْتُ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم خَمَصًا شَدِيْدًا فَانْكَفَأْتُ إِلَى امْرَأَتِيْ فَقُلْتُ هَلْ عِنْدَكِ شَيْءٌ فَإِنِّيْ رَأَيْتُ بِرَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم خَمَصًا شَدِيْدًا فَأَخْرَجَتْ إِلَيَّ جِرَابًا فِيْهِ صَاعٌ مِنْ شَعِيْرٍ وَلَنَا بُهَيْمَةٌ دَاجِنٌ فَذَبَحْتُهَا وَطَحَنَتْ الشَّعِيْرَ فَفَرَغَتْ إِلَى فَرَاغِيْ وَقَطَّعْتُهَا فِيْ بُرْمَتِهَا ثُمَّ وَلَّيْتُ إِلَى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم…
অর্থাৎ
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত-
তিনি বলেন, যখন পরিখা খনন করা হচ্ছিল তখন আমি নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-কে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেলাম.!
তখন আমি আমার স্ত্রীর কাছে ফিরে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার কাছে কোন কিছু আছে কি.?
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-কে ভীষণ ক্ষুধার্ত দেখেছি.!😥
–বুখারী, হাদিস নং ৪১০২ (তাওহীদ পাবলিকেশন্স)
.
সুতরাং-
হাদিস গুলো থেকে যৌক্তিকভাবে প্রমাণিত,
মুহাম্মাদ (সঃ) এর Six pack হওয়ার সম্ভাবনা ১০০% নেই.!
.
২য় কথা হল, মুহাম্মাদ (সঃ)-এর গুণাগুণ সম্পর্কে কোনো হাদিসে তার যে Six pack ছিল তার প্রমাণ নেই.!
.
সুতরাং আপনি কিসের ভিত্তিতে দাবি করলেন,
মুহাম্মাদ (সঃ)-এর six pack ছিল.?
–মানুষের কথাবলার সময় ভুল হয় ও হবেই.!
সুতরাং সেই ভুলের উপর স্থির থাকাতো শয়তানের বৈশিষ্ট্য.!
ভুল শিকার করলে কেউ ছোট হয়না.!

বেশি বেশি শিয়ার করে বাতিলদের গলায় উলুঙ্গ তরবারি মারুন

Spread the love

Leave a Comment