যে যুবক এই ৫টি ভুল করবে তার কোনো স্বপ্ন পূরণ হবে না ৷

যে যুবক এই ৫টি ভুল করবে তার কোনো স্বপ্ন পূরণ হবে না ৷

আল্লাহ তায়ালা বলেন,
অতঃপর যখন নামাজ সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফল হতে পার। (সুরা জুময়া)

আল্লাহ তায়ালা মানুষকে অতি সুন্দর করে বানিয়েছেন এবং মেধা দিয়েছেন মানুষ চেষ্টা করলে সেই মেধাকে কাজে লাগিয়ে জীবনের যে কোন ইচ্ছে পূরণ করতে পারে খুব সহজে ৷

প্রায় সকলেই চাই জীবনে সফল হতে নিজের লক্ষ পূরণ করতে, পড়া শোনা শেষ করে ভাল একটা চাকরী করতে অথবা একটা ব্যবসা করতে ৷ পরবর্তীতে কেও স্বপ্ন পূরণ করতে পারে আর কেও হেরে যায় নিজের দোষে ৷

আজকের ভিডিওতে আলোচনা করব যে ৫টি ভুলের কারণে জীবনে সাফল্য আসেনা বা লক্ষ্য পূরণ হয়না ৷
১ সঠিক সিদ্ধান্তের অভাব
জীবনের লক্ষ্য পূরণ করতে সঠিক সিদ্ধান্ত বা উদ্যেশ্য জরুরী আরবীতে যাকে নিয়াত বলা হয় ৷
নবী (সাঃ) বলেন, প্রতিটি কাজ সম্পন্য হয় নিয়াতের উপর ৷ (বুখারী)
তাই সঠিক সিদ্ধান্তের অভাব থাকলে জীবনে সফল হওয়া সম্ভাব না

২ শিক্ষার অভাব
যে বিষয়ে আপনি সফলতা অর্জন করতে চান সে বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করুন ৷ সঠিক জ্ঞান না থাকলে অজ্ঞতা আপনার উদ্যেশ্য পূরনে বাধা হয়ে দাড়াবে ৷

৩ অলসতা
অলসতা একজন মানুষের ইহকাল ও পরকাল ধ্বংসের জন্য যথেষ্ট ৷ অলস ব্যক্তি জীবনে সফল হতে পারবে না ৷
অলসতা দুর করতে ৫ ওয়াক্ত নামাজ খুব উপকারী ৷

৪ অকারণে সময় নষ্ট করা
বর্তমানে যুবকদের জীবন নষ্টের মূল কারণ অতিরিক্ত মোবাইল ব্যবহার, মবাইলের সঙ্গে বেশি বন্ধুত্ব হয়ে গেলে, জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যায় খুব বেশি ৷ নিজের প্রয়োজন মত মোবািল ব্যবহার করুন তার বেশি না ৷ এছাড়া বন্ধুদের সঙ্গে আড্ডা ও বেশি ঘুরা ঘরির মাধ্যমে একজন যুবক নিজের মূল্যবান সময় নষ্ট করে ফেলে ৷
মূল্যবান সময় জীবন থেকে নষ্ট হয়ে গেলে আর ফিরে আসবে না ফলে জীবনে সফল হওয়া সম্ভাব হবে না

৫ অতিরিক্ত দুশ্চিন্তা করা

চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরেও বিভিন্ন দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরা ঘুরি করে৷

আমরা এতটাই অসহায় জীব যে সিদ্ধান্ত গ্রহণের পরেও সিদ্ধান্তহীনতায় ভুগি, যে সিদ্ধান্ত নিলাম সেটা কি সঠিক সিদ্ধান্ত? ভুল করছি না তো? আমার দ্বারা কি এ কাজ সম্ভাব? ইত্যাদি ৷

৬ কর্মে অনীহা প্রকাশ
উদ্যেশ্য পূরণ করতে কঠর পরিশ্রম অতি প্রয়োজন ৷ আপনার লক্ষ্য ঠিক আছে,অভিজ্ঞতা আছে,দুশ্চিন্তা নেই ইত্যাদি সব ঠিক আছে কিন্ত কর্মে অগ্রগতী নেই তাহলে ব্যর্থতা আপনাকে শক্ত করে ধরবে
ব্যর্থতার জাল থেকে মুক্তি পেতে এই ৬টি বদ অভ্যাস আজই বর্জন করুন ৷
ইন শা আল্লাহ সফলতা আপনার দরজায় এসে কড়া নাড়বে ৷

Spread the love

Leave a Comment