রমজানের খবর সবার আগে দিলে কি হয়??

রমজানের খবর সবার আগে দিলেই জাহান্নাম হারাম হয়ে যায় না

‘আলী (রাঃ) তিনি বলেন, “নবী (সাঃ) বলেছেন তোমরা আমার উপর মিথ্যারোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে যাবে। “(সহিহ বুখারী, হাদিস নং ১০৬)

সে একটা মেসেজ দেখলো সেখানে লেখা আছে রাসূল (সাঃ) বলেছেন এটা। সেখানে হাদিস নং ও একটি বইয়ের নামও দেওয়া নেই। সেই মেসেজটা সে পাওয়ার পর তার বন্ধুদেরকে শেয়ার করছে। আল্লাহর রাসূল (সাঃ)-এর নামে কোনো সংবাদ এলে সেটা তো আরও গুরুত্ব সহকারে যাচাই করেই তবে প্রচার করার কথা ছিলো।

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করে সে যেনো জাহান্নামে তার আসন বানিয়ে নেয়। ’(সহিহ বুখারী, হাদিস নং ১১০)

সুতরাং, আমাদের অনুরোধ থাকবে- ভুয়া-বানোয়াট কথা হাদিসের নামে প্রচার করা থেকে সবাই সাবধান থাকুন, সহজে জান্নাত পাওয়ার লোভে নিজের ঠিকানা জাহান্নামে করবেন না। (সেই মেসেজ গুলোর একটি)

Spread the love

Leave a Comment