সংসার জীবন সুখের করতে ৫টি কাজ করুন

আমরা শয়তানের চক্রান্ত পড়ে কিছু কাজ করে থাকি যা সংসার জীবনে অশান্তি বয়ে আনে । শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, মানুষকে ভুল পথে চালিত করার জন্য সে নানান চক্রান্তের জাল বপন করে থাকে । সংসার ভেঙে দিতে সে খুব বেশি শক্তিশালী কৌশল ব্যবহার করে । ছোটখাটো বিষয় নিয়ে বড় ঝামেলা বাধানোর চেষ্টা করে ।

সংসার জীবনে অশান্তি বাধানোর জন্য শয়তান যে সমস্ত কৌশল গুলি ব্যবহার করে তা আপনাকে বুঝতে হবে এবং সেগুলো থেকে দূরে থাকতে হবে । উধারণ স্বরূপ রাগ, গালাগালি,অবহেলা,লোভ, কৃপণতা, পরকীয়া ইত্যাদি হাতিয়ার ব্যবহার করে সংসার জীবনে অশান্তি বাধাতে শয়তান দ্বিধা করে না ।

তাই সংসার জীবন সুখের করতে ৫টি কাজ করুন । আজ থেকে শুরু করে দিন । ইনশাল্লাহ আপনার সংসার জীবন/ দাম্পত্য জীবন সুখের হবে।

(১) রাগ নিয়ন্ত্রণে রাখুন

রাগ জ্ঞানের দরজায় তালা লাগিয়ে দেয় তখন উপস্থিত বুদ্ধি কর্ম ক্ষমতা হারায় । আর সেই সময় মানুষ উল্টোপাল্টা কাজ করে বসে । ভুল করেছে এ কথা বোঝার আগেই বড় ক্ষতি হয়ে যায় । রাগ শয়তানের বড় হাতিয়ার । রাগ অনেকের সুখের সংসার ভেঙে দিয়েছে অনেক স্বামী-স্ত্রীর মাঝে দেওয়াল তুলে দিয়েছে । তাই সংসার সুখের বানাতে হলে রাগ নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করুন।

(২) গালাগালি বর্জন করুন

কাপুরুষদের বড় হাতিয়ার গালাগালি করা,যুক্তিতর্কে হেরে গেলে অথবা নিজের দোষ ত্রুটির উপর পর্দা ফেলার জন্য জোর গলায় গালাগালি করে । বিশেষ করে বহু স্বামী স্ত্রীকে সরল-সোজা পেয়ে গালাগালি করে দমন করে রাখতে চাই । যারা এমন করে তারা সত্যিকারের কাপুরুষ এদের সংসার সুখের হয় না । একজন প্রকৃত মুসলমান গালাগালি নয় যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে ।

(৩) অবহেলা করবেন না

সংসার জীবনে স্বামী অথবা স্ত্রী অথবা পরিবারের অন্য কোনো সদস্য, একে অপরকে কোন কথা বললেন সেটা মনোযোগ দিয়ে শুনে মূল্যায়ন করতে হবে কোনভাবেই অবহেলা করা যাবে না । অবহেলা মানুষের গভীর সম্পর্ক কে দুর্বল করে দেয় । অবহেলা থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরী ।

(৪) লোভ বর্জন করুন

বাংলায় একটি প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্যু । লোভ মানুষকে অন্ধ করে দেয় । লোভে পড়ে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছে । লোভী ব্যক্তি একপর্যায়ে নিজের ভিটেমাটি টুকুও হারিয়েছে।
মনে রাখতে হবে বিনা পরিশ্রমে সহজে কিছু অর্জন করা সম্ভব না । পরিশ্রম ছাড়া সহজেই অতিরিক্ত কিছু অর্জন করার কেউ লোভ দেখালে তা থেকে দূরে থাকা অত্যন্ত জরুরী । নচেৎ সংসারে যত টুকু সুখ আছে তাও নষ্ট হতে সময় লাগবে না ।

(৫) কৃপণতা করবেন না

সংসারের সকল সদস্যদের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদির সাধ্যমত ব্যবস্থা করে দেওয়া একজন অভিভাবকের দায়িত্ব । মা-বাবা স্ত্রী-সন্তান এদের সকলকে যাবতীয় প্রয়োজনীয় জিনিস নিজের সাধ্যমত দিতে হবে। কৃপণতা করা যাবে না । কাউকে বেশি দামের কাউকে কম দামের দেওয়া ঠিক হবে না । নিজের ক্ষমতা অনুযায়ী সকলকে খুশি করতে হবে । কারো প্রতি উদার আর কারো প্রতি কৃপণ হওয়া টা সংসারে অশান্তি হওয়ার লক্ষণ ।

সংসার জীবনে সুখী হতে চাইলে এই ৫টি কথা অবশ্যই মনে রাখবেন । ইনশাল্লাহ আপনার সংসার সুখ শান্তিতে ভরে যাবে ।

এবার এটি পড়ুন- বাড়িতে টিকটিকি থাকলে ২টি কাজ করুন-Best Bangla Islamic Post

Spread the love

Leave a Comment